সন হিউং-মিনকে ‘সন্তানের বাবা’ দাবি করে ব্ল্যাকমেইল,গ্রেফতার ২

দক্ষিণ কোরিয়া জাতীয় দলের অধিনায়ক ও ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ক্লাব টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক সন হিউং-মিনকে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক নারী সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের তথ্য অনুযায়ী, সিউলের গ্যাংনাম পুলিশ স্টেশন জানিয়েছে, মিথ্যা গর্ভধারণের দাবি করে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে ২০ বছর বয়সী এক নারী ও ৪০ বছর বয়সী এক পুরুষকে আটক করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর অভিযুক্ত নারী সনের সঙ্গে যোগাযোগ করে দাবি করেন যে তিনি সনের সন্তানের গর্ভধারিণী। এছাড়া তিনি চুপ থাকার শর্তে সনের কাছ থেকে অর্থ দাবি করেন।

পরে সন অর্থ দিতে অস্বীকৃতি জানালে, চলতি বছরের মার্চ মাসে পুলিশের হাতে আটক পুরুষও বিষয়টি ধামাচাপা দেওয়ার হুমকি দিয়ে সনের কাছে অর্থ দাবি করেন।

সনের প্রতিনিধি সংস্থা ‘সন অ্যান্ড ফুটবল লিমিটেড’ জানিয়েছে, ‘এই মামলায় সন একেবারেই নির্দোষ এবং তিনি পরিষ্কারভাবে ভুক্তভোগী।’

সংস্থাটি আরও জানায়, ‘আমরা ব্ল্যাকমেইলের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেছি। পুলিশ ইতোমধ্যেই তদন্তে নেমেছে এবং তদন্ত শেষ হলে আমরা বিস্তারিত জানাব।’

এদিকে, ইউরোপা লিগের ফাইনালে বুধবার বিলবাওয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে টটেনহ্যাম। ২০১৫ সালে বায়ার লেভারকুজেন থেকে টটেনহ্যামে যোগ দেয়ার পর থেকে এখন পর্যন্ত ৪৫১ ম্যাচ খেলে ক্লাবটির হয়ে ১৭৩ গোল করেছেন এই কোরিয়ান তারকা।

এফপি/টিএ

Share this news on: