প্রাক্তন স্বামী অনুরাগ কাশ্যপের কন্যা আলিয়া কাশ্যপের বিয়েতে উপস্থিত হয়ে কটাক্ষের মুখে পড়েছিলেন অভিনেত্রী কল্কি কেঁকলা। তবে এসব সমালোচনায় কান না দিয়ে বরাবর নিজের মতো করে এগিয়ে গেছেন তিনি। অভিনয়ের জগতে নিজেকে প্রমাণ করার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি অকপটে শেয়ার করেছেন নিজের অতীত ও বর্তমান জীবনের নানা দিক।
অনুরাগ কাশ্যপের সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কল্কি। যদিও সেই দাম্পত্য টিকেনি, তবে বিচ্ছেদের পরও অনুরাগের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তিনি। কল্কির মতে, সম্পর্ক শেষ হলেও যাদের সঙ্গে সত্যিই যোগাযোগ থাকা দরকার, তাদের সঙ্গে সংযোগ থেকেই যায়। বরং বিচ্ছেদের পর অনুরাগের মাধ্যমে বলিউডের প্রায় ৩০০-৪০০ মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন বলে জানান তিনি।
কল্কি বলেন, “অনুরাগের কারণে যেসব মানুষকে পেয়েছি, তাঁদের মধ্যে অন্যতম আলিয়া। বিচ্ছেদের পরেও এমন অনেক সুন্দর সম্পর্ক তৈরি হয়। একটা মানুষের মাধ্যমে আরও অনেক মানুষের সঙ্গে মিশে যাওয়া যায়।”
তিনি জানান, শুরুতে বিচ্ছেদের পর কিছুদিন অনুরাগের সঙ্গে যোগাযোগ ছিল না, তবে সময়ের সঙ্গে সব স্বাভাবিক হয়ে যায়।
বিচ্ছেদের পর কল্কির জীবনে আসে নতুন অধ্যায়। ২০২০ সালে গাই হার্সবার্গের সঙ্গে সম্পর্ক থেকে জন্ম নেয় তাদের কন্যাসন্তান। পরে ২০২৪ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগে মা হওয়ায় নানা সমালোচনার শিকার হতে হয়েছিল কল্কিকে। বর্তমানে তিনি স্বামী ও কন্যাকে নিয়ে গোয়ায় বসবাস করছেন এবং পারিবারিক জীবনে সুখে আছেন বলে জানান।
টিকে/এসএন