পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলমান আসরে চমক হিসেবে যুক্ত হলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। ড্যারিল মিচেলের পরিবর্তে লাহোর কালান্দার্সের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। বৃহস্পতিবার (১৫ মে) আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লাহোর ফ্র্যাঞ্চাইজি।
টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্বে এসে সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে দলে পেয়ে বেশ উচ্ছ্বসিত লাহোরের টিম ডিরেক্টর সামিন রানা। তিনি বলেন,‘সাকিবের মতো অভিজ্ঞ অলরাউন্ডার দলে আসায় স্কোয়াডে ভারসাম্য আসবে। তার দক্ষতা, অভিজ্ঞতা এবং মাঠের নেতৃত্বগুণ আমাদের টিমকে এগিয়ে নিয়ে যাবে।’
পিএসএলের মত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরে ফিরতে পেরে দারুণ রোমাঞ্চিত সাকিব নিজেও। একই বিবৃতিতে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন,‘এই মৌসুমের জন্য পিএসএলে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। আমরা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে আছি, যেখানে প্রতিটা ম্যাচ নিয়েই হিসাব হচ্ছে। এটা এমন টুর্নামেন্ট, যা দেখতে আমি পছন্দ করি। এখন আমি মাঠে খেলার জন্য মুখিয়ে আছি। কালান্দার্সের দারুণ সমর্থক গোষ্ঠী, টিম স্পিরিট আছে। ভালো একটা ফল চায়, এমন দলের অংশ হওয়া নিয়ে আমি রোমাঞ্চিত।’
পিএসএলে এর আগে করাচি কিংস ও পেশোয়ার জালমির হয়ে খেলেছেন সাকিব। তবে লাহোর কালান্দার্সের হয়ে এটি হতে যাচ্ছে তার প্রথম অভিজ্ঞতা। পিএসএলের এবারের আসরে কঠিন সময় পার করা লাহোরের জন্য সাকিবের সংযুক্তি হতে পারে দলের জন্য দারুন কিছু।
এমআর