গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ২৮ জন আহত হয়েছে। আহত ১৮ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্টজেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫মে) রাত পৌনে ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিলটন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।এই ঘটনায় প্রায় দুঘণ্ট ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
কাশিয়ানী থানার অফিসার ইন চার্জ (ওসি) খন্দোকার হাফিজুর রহমান জানান, বাগেরহাটের মংলা থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে সড়কে পাশে আছড়ে পড়ে।
ফলে ঘটনাস্থলেই ট্রাকের ড্রাইভারসহ তিনজন নিহত ও ২৮ জন আহত হয়।
এমআর