ওষুধের দাম নির্ধারণে ওষুধ প্রশাসন অধিদপ্তরের পূর্ণ ক্ষমতা রয়েছে—এ মর্মে হাইকোর্টের জারি করা রুলের বৈধতা বহাল রেখেছে আপিল বিভাগ। বুধবার (১৪ মে) সকালে এ বিষয়ে রায় দেন দেশের সর্বোচ্চ আদালত।
এর আগে, ওষুধের দাম নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ২৯ এপ্রিল হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ওষুধের দাম ইচ্ছামতো বাড়ানো ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।
হাইকোর্ট আরও জানতে চেয়েছিল, ওষুধের লাগামহীন মূল্যবৃদ্ধি ঠেকাতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারি করা হয়।
এ ছাড়া, আদালত বিদেশ থেকে আমদানি করা অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন।