টাঙ্গাইলের ঘাটাইলে ওয়ার্কশপে অগ্নিকাণ্ড

টাঙ্গাইলের ঘাটাইলে একটি ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার (১৪ মে) রাত ১০টায় উপজেলা সদরের কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক ঘেঁষে উপজেলা পরিষদের সামনে কলেজমোড় এলাকায় গতকাল বুধবার রাত আনুমানিক ১০টায় যুথি বিথী ট্রেনিং সেন্টার অ্যান্ড ওয়ার্কশপে হঠাৎ করেই আগুন লাগে।

ওয়ার্কশপে গাড়ির ও মোটরসাইকেলের টায়ার ও পার্টসসহ বিভিন্ন ধরনের মালামাল ছিল।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ, পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা এক ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

দোকানটিতে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না।

ওয়ার্কশপের মালিক জিল্লুর রহমা জানান, তার দোকানে প্রায় দেড় কোটি টাকার বিভিন্ন ধরনের মালামাল ছিল। আগুনে সব পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

এসএম/টিএ

Share this news on: