জাতিসংঘ ঘোষিত ৮ম বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহ (১২–১৮ মে ২০২৫) উপলক্ষে ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি নানা সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে ১৫ মে বৃহস্পতিবার, রাজধানীর মোহাখালিস্থ ব্র্যাক টাওয়ারের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়, যার লক্ষ্য ছিল “হাঁটা ও সাইকেল চালানো নিরাপদ করা” ।
এ বছর জাতিসংঘ বৈশ্বিক সড়ক নিরাপত্তা সপ্তাহের প্রতিপাদ্য ছিল “জীবনের জন্য সড়ক – “হাঁটা ও সাইকেল চালানো নিরাপদ করা” ।
এই প্রতিপাদ্যের মাধ্যমে পথচারী ও সাইকেল চালকদের মতো সবচেয়ে ঝুঁকিপূর্ণ সড়ক ব্যবহারকারীদের সুরক্ষায় আমাদের সড়ক ব্যবস্থাকে নতুনভাবে ভাবার এবং নিরাপদ অবকাঠামো নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। ব্র্যাকের এই উদ্যোগের মাধ্যমে কর্মী, নাগরিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করে এই বার্তা আরও শক্তিশালীভাবে তুলে ধরা হয়।
এই মানববন্ধনে তারা “পরিবেশবান্ধব ও টেকসই শহরের জীবনযাত্রার জন্য হাঁটা ও সাইকেল চালনাকে অগ্রাধিকার দিন”, “নগর পরিকল্পনায় চাই পথচারী ও সাইকেলবান্ধব অবকাঠামো” ও “নিরাপদে হাঁটার জন্যে চাই উপযোগী এবং মুক্ত ফুটপাথ” প্রভৃতি বার্তাসংবলিত প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান। পথচারীরা মানববন্ধনের বার্তা পড়ে আগ্রহ প্রকাশ করেন এবং অনেকেই সচেতনতামূলক বার্তায় যুক্ত হন।
এই আয়োজনের মাধ্যমে নিরাপদে হাঁটা ও সাইকেল চালানো নগর পরিকল্পনার দাবিকে সামনে আনা হয়—যেখানে প্রশস্ত ফুটপাত, সুরক্ষিত সাইকেল লেন, গতিসীমা নির্ধারণ এবং নিরাপদ সড়ক পারাপারের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো থাকবে যেন কেউ প্রাণ ঝুঁকিতে না পড়ে।
ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির এই আয়োজন একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়—সড়কে প্রতিটি জীবনই মূল্যবান। নিরাপদ হাঁটা ও সাইকেল চালনার সুযোগ নিশ্চিত করা শুধু জননিরাপত্তার বিষয় নয়, এটি আরও স্বাস্থ্যকর, পরিবেশবান্ধব এবং সামাজিক সমতা গড়ার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
অষ্টমবারের মত এবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ। এ বছর এই উদযাপনের জন্য বেছে নেওয়া হয়েছে ১২ থেকে ১৮ মে সময়কালের সপ্তাহটিকে।
এসএন