বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে ইরান এবং পাকিস্তান ১২টি চুক্তি সই করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ইসলামাবাদ সফরের সময় রোববার (৩ আগস্ট) এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানে এই চুক্তিগুলো সই করা হয়। দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে উচ্চ-পর্যায়ের বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও উপস্থিত ছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তিগুলোর মূল লক্ষ্য হলো দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তি স্থাপন করা। এর মধ্যে বিচারিক ও আইনি বিষয়, শিল্প সহযোগিতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আঞ্চলিক সমন্বয় অন্তর্ভুক্ত রয়েছে। এই চুক্তিগুলো জ্ঞান বিনিময়কে সহজ করবে, বাণিজ্যিক সক্ষমতা বাড়াবে এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার উচ্চপদস্থ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদল নিয়ে শনিবার ইসলামাবাদে পৌঁছান।
টিএ/