‘কথা দিয়েছিলাম আরো শক্তিশালী হয়ে ফিরব’

পেহেলগামের ঘটনায় কনসার্ট বাতিল করেছিলেন ভারতীয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। তবে ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছিলেন, শিগগিরই ফিরবেন। মুম্বাইয়ে তার বহু প্রতীক্ষিত কনসার্টের জন্য ভক্তরাও ছিলেন মুখিয়ে। ভারত-পাকিস্তান সংঘাতের আবহে ‘অপারেশন সিঁদুর’-এর সমর্থনে কনসার্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
 
১০ মে অনুষ্ঠানের কথা থাকলেও, কনসার্ট স্থগিত করতে হয়। নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত। এবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে শ্রেয়া জানান, চলতি মাসের শেষে অর্থাৎ ২৪ মে ফের পারফর্ম করবেন তিনি।

গায়িকা লিখেছেন, ‘মুম্বাইয়ে নতুন দিন ঘোষণা। আপনাদের ভালোবাসা, ধৈর্য এবং আমাকে বোঝার জন্য ধন্যবাদ। কথা দিয়েছিলাম আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব। সংগীত দিয়ে সকলের হৃদয় জয় করতে আসছি। মাত্র কয়েক দিনের মধ্যেই আবারও দেখা হবে।’
 
শুধু তাই নয়, সেই সময় কেটে রাখা পুরোনো টিকিটেই দেখা যাবে অনুষ্ঠান বলেও জানা গেছে। অনুরাগীদের অনুরোধেই দ্রুত তার ফিরে আসা বলেও উল্লেখ করেছেন শ্রেয়া।
 
অনুষ্ঠান স্থগিত করার পাশাপাশি একটি আবেগঘন পোস্টে ভক্তদের উদ্দেশে শ্রেয়া লিখেছিলেন, ‘আমার প্রিয় ভক্তরা, ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাতে চাই যে, আমাদের দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে, মুম্বইয়ের ১০ মে-র নির্ধারিত কনসার্ট স্থগিত করা হচ্ছে।’

তার কথায়, ‘অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। কনসার্ট আমার কাছে গোটা পৃথিবীর সমান। আমি আপনাদের সকলের সঙ্গে অনবদ্য একটি সন্ধ্যা কাটানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

এমআর


Share this news on:

সর্বশেষ

img
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সাত কলেজ May 16, 2025
img
কুয়েত ভ্রমণের আগে কাগজপত্র যাচাই করার পরামর্শ রাষ্ট্রদূতের May 16, 2025
img
ঢাবি শিক্ষার্থীদের শাহবাগ থানা ঘেরাও May 16, 2025
প্রধান উপদেষ্টার বাড়ির সামনে ছাত্র-শিক্ষকের একত্র অবস্থান, দাবিতে অটল জবি May 16, 2025
img
মারা গেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের বাবা May 16, 2025
img
উপদেষ্টাকে পানির বোতল মারা ষড়যন্ত্রের অংশ : এ্যানি May 16, 2025
img
দুর্নীতির দায়ে মৌরিতানিয়ার সাবেক প্রেসিডেন্টকে ১৫ বছর কারাবাসের সাজা May 16, 2025
তুরস্কের ড্রোন দিয়ে ঘিরে আছে ভারত, আছে বাংলাদেশেরও May 16, 2025
"ড. ইউনুস ভুল বলেছেন মাহফুজকে নিয়ে – বিএনপির পাল্টা বক্তব্য!" May 16, 2025
img
দাবি বাস্তবায়নের নতুন কেন্দ্র হবে কাকরাইল মোড় : রইছ উদ্দিন May 16, 2025