গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫৩,০০০ ছাড়িয়েছে

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ফলে মোট মৃতের সংখ্যা ৫৩,০০০ ছাড়িয়ে গেছে। এছাড়া, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন হামলায় প্রায় ২,৯০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও আনাদোলু বার্তাসংস্থা।

বৃহস্পতিবার ভোর থেকে গাজা শহরজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১৪৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে জাবালিয়া শরণার্থী শিবিরের আল-তাওবাহ ক্লিনিকের ওপর হামলায় ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১৫২ জন আহত হয়েছেন, ফলে আহতের সংখ্যা বেড়ে ১,১৯,৯৯৮ জনে দাঁড়িয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, কিন্তু উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির পর থেকে ১৮ মার্চ পর্যন্ত গাজায় শান্তি বজায় ছিল। কিন্তু হামাসের সঙ্গে মতানৈক্যের কারণে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ইসরায়েল আবার হামলা শুরু করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে শুরু হওয়া হামলায় ২,৮৭৬ জন নিহত এবং প্রায় ৮,০০০ জন আহত হয়েছেন।

জাতিসংঘের মতে, ইসরায়েলের হামলার কারণে গাজার প্রায় ৯০ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পেটের ভেতরে ইয়াবা, শাহজালালে যাত্রী আটক May 16, 2025
img
দুই দিন অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা বিচার বিভাগীয় কর্মচারীদের May 16, 2025
img
কোহলির অবসর ও অধিনায়কত্ব নিয়ে চাঞ্চল্যকর তথ্য কোচের May 16, 2025
img
৮ম জাতিসংঘ সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ঢাকায় ব্র্যাকের পদযাত্রা May 16, 2025
img
শুল্ক প্রত্যাহার নিয়ে ট্রাম্প-ভারতের পাল্টাপাল্টি বক্তব্য May 16, 2025
img
হজযাত্রীর ছদ্মবেশে দেশ ছাড়তে গিয়ে গ্রেফতার আওয়ামী লীগ নেতা May 16, 2025
img
পঞ্চগড়ে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের দুলর্ভ মূর্তি উদ্ধার May 16, 2025
তানভীর-এনসিটিবি যোগসাজশে কাগজ কেলেঙ্কারি, কোটি টাকার কমিশন বাণিজ্য May 16, 2025
img
টানা তৃতীয়বার সর্বোচ্চ আয় করা ক্রীড়াবিদ রোনালদো May 16, 2025
img
বলিউডে কালো জাদুর রহস্য, উঠে এলো যেসব নায়িকাদের নাম May 16, 2025