শহীদদের আত্মা শান্তি পাবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে : ফারুক

দেশে শান্তি ও শৃঙ্খলা ফেরাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ‘যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, তবে শহীদদের আত্মা শান্তি পাবে।’

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি।

মানবিক করিডর নিয়ে কথা বলতে গিয়ে ফারুক বলেন, করিডর নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার।

তিনি আরও বলেন, ‘এই সরকারের দায়িত্ব নির্বাচন দেওয়া। সরকারের গুরুদায়িত্ব এ দেশের মানুষের কাছে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে জুলাই আন্দোলনে শহীদদের আত্মা শান্তি পাবে।’


এসএস/টিএ

Share this news on: