বলিউডে কালো জাদুর রহস্য, উঠে এলো যেসব নায়িকাদের নাম

আধুনিক যুগে, যেখানে বেশিরভাগ মানুষ কুসংস্কার ও কালো জাদুর প্রতি অবিশ্বাসী, সেখানে বলিউডের আলোচিত অভিনেত্রীদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে এসেছে যা অবিশ্বাস্য মনে হয়। চলুন জানি, কোন অভিনেত্রীরা কালো জাদু, তন্ত্র সাধনা বা তুকতাকের সঙ্গে জড়িয়ে পড়েছেন!

কঙ্গনা রানাউত
কঙ্গনার বিরুদ্ধে তাঁর প্রাক্তন প্রেমিক, অভিনেতা অধ্যয়ন সুমন দাবি করেছিলেন যে, কঙ্গনা তার ওপর কালো জাদু করেছেন। সুমনের মতে, কঙ্গনা সম্পর্কের সময় নানা তন্ত্র সাধনায় জড়িয়ে পড়েছিলেন। তবে কঙ্গনা নিজে রসিকতা করে এই অভিযোগের উত্তর দিয়েছিলেন এবং ডাইনি বিদ্যার সমর্থনও করেছিলেন।

কিয়ারা আদভানি
অভিনেত্রী কিয়ারা আদভানির বিরুদ্ধে কালো জাদু করার অভিযোগ উঠেছিল সিদ্ধার্থ মালহোত্রার দুই অনুরাগীর কাছ থেকে। তাদের দাবি, কিয়ারার জাদুর কারণে সিদ্ধার্থ এমন এক পরিস্থিতিতে পড়েছিলেন, যেখানে তিনি নিজের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারও করতে পারতেন না। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কিয়ারা ও সিদ্ধার্থ।

রিয়া চক্রবর্তী 
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীকে অনেকটা কাঠগড়ায় তোলা হয়েছিল, এবং তার বিরুদ্ধে কালো জাদু করার অভিযোগও উঠেছিল। তবে রিয়া নিজে মজা করে জানিয়েছিলেন যে, তিনি কখনো নিজেকে অলৌকিক শক্তির অধিকারিণী হিসেবে ভাবেন না। যদিও এসব মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তবুও তিনি অভিযোগকে নাকচ করেছেন।

পায়েল রোহাতগি 
২০২২ সালে পায়েল রোহাতগি স্বীকার করেছিলেন যে, তিনি কর্মক্ষেত্রে উন্নতির জন্য বশীকরণ পূজা করেছেন। তবে ফলাফল হিসেবে তেমন কিছু লাভ হয়নি বলে জানান তিনি।

দিব্যাঙ্কা ত্রিপাঠী 
শরদ মালহোত্রার সঙ্গে সম্পর্ক ভেঙে যায় অভিনেত্রীর। তার পরে মনও ভেঙে যায় তার। যেভাবেই হোক, ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর জন্য উঠে পড়ে লাগেন দিব্যাঙ্কা। কালো জাদুর মাধ্যমেও সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করেছিলেন নাকি তিনি। তবে হাজার চেষ্টা করেও সেই সম্পর্ক জোড়া লাগেনি।

আরএ/টিএ

Share this news on: