৭০ বছর বয়সে কানে অভিষেক, অনুপম খেরের স্বপ্ন পূরণ

কান চলচ্চিত্র উৎসব, চলচ্চিত্র শিল্পের অন্যতম বৃহত্তম প্রদর্শনী, এবারের আসরে ভারতীয় তারকারা তাদের আলাদা উপস্থিতি দিয়ে নজর কেড়েছেন। এই উৎসবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন উর্বশী রাউতেলা, যার বাহারি সাজে সবার চোখ পড়েছে।

এছাড়া, 'লাপাতা লেডিস' ছবির ফুলকুমারী নীতাংশী গোয়েলও তার হেয়ার স্টাইলিং দিয়ে চলচ্চিত্রের স্বর্ণযুগের নায়িকাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, যেমন মধুবালা, বৈজয়ন্তীবালা, ওয়াহিদা রহমান, রেখা ও শ্রীদেবী।

নতুন প্রজন্মের পাশাপাশি কান-এর কার্পেটে এবার হাজির সত্তরের অনুপম খেরও। পরনে কালো কোর্ট-প্যান্ট-বো। লাল গালিচায় দাঁড়িয়ে পশ্চিমী বিনোদুনিয়ার ফটোশিকারিদের উদ্দেশে হাত নেড়ে, চুমু ছুড়ে অভিবাদন জানালেন বলিউডের এই প্রবীণ অভিনেতা।

‘তানভি দ্য গ্রেট’ ছবিটির স্ক্রিনিংয়ের সুবাদেই কান চলচ্চিত্র উৎসবে ডেবিউয়ের সুযোগ পেলেন অনুপম।

শুধু তাই নয়, কান-এর রেড কার্পেটে হেঁটে নিজের শিকড়ের জয়গানও গাইলেন।

ইনস্টাগ্রামে প্রবীণ অভিনেতার শেয়ার করা ভিডিওতে দেখা গেল তিনি আইকনিক প্রেক্ষাগৃহ ‘টু প্রসিকিউটর’-এর গর্ভগৃহে দাঁড়িয়ে রয়েছেন। সেখান থেকেই তিনি বললেন, ‘আমি হিন্দি মাধ্যমে পড়াশোনা করেছি। আর এই কথাটা সবার কাছে বলে বেড়াই।

কারণ আপনার ব্যাকগ্রাউন্ড কী? সেটা বড় কথা নয়। নিজের শিকড়কে আঁকড়ে রেখেও স্বপ্নপূরণ করা যায় কিংবা জীবনে সাফল্যের মুখ দেখা যায়। এটাই আসল কথা।’

তার আগে ফ্রেঞ্চ রিভেরাঁয় পৌঁছে সত্তর বছর বয়সি এ বলিউড অভিনেতা বলেন, ‘সৎভাবে কঠোর পরিশ্রম করলে আর ইতিবাচক মনোভাব থাকলে সাফল্য ধরা দিতে বাধ্য।’

প্রসঙ্গত, আগামীকাল ১৭ মে কানের অলিম্পিয়া ২ থিয়েটারে দেখানো হবে অনুপম খের অভিনীত ‘তানভি দ্য গ্রেট’।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
শাহজালাল (রহ.)-এর ওরসে থাকবে না ‘শিরক-বিদআত’ : এসএমপি কমিশনার May 17, 2025
img
‘ভারত পানিকে মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছে’, বিএনপি নেত্রীর অভিযোগ May 17, 2025
img
মবের মাধ্যমে আমার ক্ষতি করার চেষ্টা করা হবে বলে ‘হুমকি’: বোতল নিক্ষেপকারী শিক্ষার্থী May 17, 2025
img
রাজবাড়ীর ‘রাজা’ গরুর দাম ৮ লাখ May 17, 2025
img
যে কারণে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খোলা আজ May 17, 2025
img
ফের শুরু আইপিএল-পিএসএল, কবে মাঠে নামছেন সাকিব-মুস্তাফিজ? May 17, 2025
img
ভারতের ওড়িশায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু May 17, 2025
img
আজ খোলা থাকবে ব্যাংক-সরকারি অফিস May 17, 2025
৫০ টাকার নিচে বেশির ভাগ সবজি, কিছুটা কমেছে ডিম ও মুরগির দাম May 17, 2025
img
যুদ্ধে পাকিস্তানের গণমাধ্যম ‘দায়িত্বশীল ভূমিকা রেখেছে’, দাবি পাক সেনাপ্রধানের May 17, 2025