কু‌ড়িগ্রা‌মে বিএন‌পির ৪ নেতার পদত্যাগ

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে অর্থের বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী সমর্থিত ও তা‌দের দোসর জাতীয় পার্টির লোকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত, ত‌্যাগী‌দের অবমূল‌্যায়নসহ নানা অনিয়মের অভি‌যোগ তু‌লে সদ‌্যঘো‌ষিত উপ‌জেলা বিএন‌পির আহ্বায়ক ক‌মি‌টি থে‌কে পদত‌্যাগ ক‌রে‌ছেন চার বিএন‌পি নেতা।

শুক্রবার (১৬ মে) দুপুরে উলিপুর শহরের হাজী সুপার মার্কেটে সংবাদ সম্মেলন ক‌রে পদত্যাগের ঘোষণা করেন তারা।

পদত্যাগকারীরা হলেন- সদ‌্য ঘো‌ষিত উপজেলা বিএনপির ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক দেওয়ান নূরেচ্ছোবাহ স্টার, ৯ নম্বর যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান ও ২৫ নম্বর সদস্য আমিনুল ইসলাম।

পদত্যাগকারীদের পক্ষে অভিযোগ করে আমিনুল ইসলাম ফুলু বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী বিগত ১৭ বছরে বিএনপির কেন্দ্র ঘোষিত কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। বিগত দিনে ধানের শীষ প্রতীক নিয়ে উলিপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে নিজের গা-বাঁচানোর স্বার্থে ও আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য উলিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমানকে প্যানেল মেয়র নির্বাচিত করেন। প‌রে তার ওপর সমস্ত দায়িত্ব অর্পণ করে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিষ্ঠিত করেছেন। এ ছাড়া জেলা পরিষদ নির্বাচনে স্ব-শরীরে অংশগ্রহণ করে জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক, জাফর আলীর পক্ষে ভোট প্রদান করে তাকে নির্বাচনে জয়লাভ করিয়ে ফুলের মালা দিয়ে বরণ করেছেন।

তিনি আরও বলেন, জেলা নেতৃবৃন্দ আমাদের মতামত না নিয়ে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোসর মামলার ৬৩ নম্বর আসামি শহিদুল রহমানকে সদ্যঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১৮ নম্বর সদস্য করা হয়েছে। এছাড়াও উপজেলা আহ্বায়ক কমিটির ১৬ নম্বর সদস্য সাইফুল ইসলাম বাদল ও পৌর আহ্বায়ক কমিটির ১৭ নম্বর সদস্য রফিকুল ইসলাম বিগত দিনে আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক বজায় রেখে উপজেলা পরিষদ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফ্যাসিস্ট গোলাম হোসেন মন্টুর পক্ষে নৌকা মার্কার ভোট প্রার্থনা করেছেন। শুধু তাই নয়, বাদল ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার চাচাতো ভাই রতিন্দ্রনাথ প্রসাদ পান্ডের মোটরসাইকেলের পেছনে বসে নৌকার প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেন।

এ সময় আমিনুল ইসলাম ফুলু, মতলেবুর রহমান, আমিনুল ইসলাম, জেলা কৃষক দলের ১ নম্বর যুগ্ন আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবীর কাজলসহ সংবাদ সম্মেলনে পদত্যাগ করা নেতাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, উলিপুরে যে কমিটি দেওয়া হয়েছে তা ব্যালেন্স করে করা হয়েছে। তাদের মনঃপূত না হওয়ায় কমিটি নিয়ে এসব প্রশ্ন তুলছেন তারা। যেসব নেতা সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন তাদের বিষয়টি আমার জানা নেই। তাদের পদত্যাগপত্র হাতে পাইনি।

এফপি /টিএ

Share this news on:

সর্বশেষ

img
রাজধানী ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস May 17, 2025
img
বিয়ে বাড়িতে অভিনেতাদের নাচ নিয়ে সমালোচনার ঝড়, কী বললেন নওয়াজউদ্দিন? May 17, 2025
img
ঐ আইনজীবীর কোন কাজ নাই বলে উকিল নোটিশ পাঠিয়েছে: মারিয়া মীম May 17, 2025
img
'জনগনের প্রত্যক্ষ ভোটে বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করবে' May 17, 2025
img
বিয়ের পরদিনই স্বামীর বাড়ি লুট করে পালাল নববধূ May 17, 2025
img
রাজনৈতিক কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আনবে জাতীয় যুবশক্তি: সারজিস May 17, 2025
img
৮১০ কোটি টাকায় হুইসেনকে কিনতে রাজি রিয়াল মাদ্রিদ May 17, 2025
img
ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা May 17, 2025
img
চাঁদে পা রাখা প্রথম ব্রিটিশ নারী হতে পারেন রোজমেরি May 17, 2025
img
ভুটানের লিগ থেকে ৫ নারী ফুটবলারকে ক্যাম্পে ডেকেছেন কোচ বাটলার May 17, 2025