সোজাসাপটা কথা বলতে সব সময় ভালবাসেন অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকি। এ বার ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্ম করা নিয়ে মুখ খুললেন অভিনেতা।
অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকির অভিনয়ে মুগ্ধ দর্শক। বাস্তবেও তিনি সোজা কথা বলতেই ভালবাসেন। অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়েও হয়েছিল অনেক বিতর্ক। সেই বিষয়েও তিনি সব সময় প্রকাশ্যে জবাব দিয়েছেন৷ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা।
বলিউড অভিনেতাদের অনেকেই বিভিন্ন বিয়ে বাড়ি, অনুষ্ঠানবাড়িতে বিশেষ অনুষ্ঠান করার জন্য ডাক পান। তা নিয়ে নানা জনের নানা মত। কেউ কেউ ঘোর বিরোধী নায়ক, নায়িকাদের এই ব্যক্তিগত অনুষ্ঠান করা নিয়ে। আবার কারও মতে পারিশ্রমিক পেলে না করার কী আছে?