এবার ক্রিকেটার নাসির হোসেনকে নিয়ে আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। নিজের ভ্যারিফাইড ফেসবুক আইডি থেকে নাসির হোসেনের আইডি ট্যাগ দিয়ে হৃদয়স্পর্শী কথা-বার্তা তুলে ধরেন তামিমা। যা দেখে আবেগপ্রবণ হয়ে উঠে নেটিজেনরাও।
পোস্টে তামিমা নাসির হোসেনের আইডি ট্যাগ দিয়ে লেখেন, ‘যদি তুমি জানতে চাও আমার জীবনে তুমি কে? আমি বলবো! তুমি আমার নামাজের শেষে প্রতিটি মোনাজাতে থাকা প্রিয় একটি নাম! যে নাম স্মরণ করলে আমার হাত ভিজে যায় চোখের পানিতে আর মন ভরে যায় প্রশান্তিতে।
যদিও নাসির হোসেনকে তামিমার পোস্টে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া দেখাতে যায় নি। তবে নাসিরের প্রতি স্ত্রীর এমন ভালোবাসা প্রকাশ মন জয় করে নিয়েছে নেটিজেনদের। তামিমাকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। আবার কেউ এই দম্পত্তিকে জানাচ্ছেন শুভেচ্ছাও। অপরদিকে কেউ কেউ করছেন সমালোচনাও। কটু কথা শোনাচ্ছেন মেয়ে আর প্রাক্তন স্বামী ছেড়ে নাসিরকে বিয়ে কড়া নিয়ে।
তবে হঠাৎ কেন নাসিরকে এমন আবেগঘন স্ট্যাটাস দিলেন তামিমা তা নিয়ে বিস্তারিত জানা যায় নি। অবশ্য এর আগেরদিনও এই দম্পত্তির কিছু ছবি এবং একটি রিলস ভিডিও পোস্ট করেন তামিমা। ওই পোস্টেও নাসিরকে জড়িয়ে আবেগঘন স্ট্যাটাস দেন তিনি।
এদিকে তামিমার প্রাক্তন স্বামী রাকিব হোসেনের সাথে দীর্ঘদিন মামলা লড়ছেন নাসির-তামিমা দম্পত্তি। সম্প্রতি মামলাটি বিব্রতকর বলে সিএমএম কোর্টে বদলি করে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
অন্যের স্ত্রীকে প্ররোচিত করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে এই দম্পত্তির বিরুদ্ধে করা মামলা শুনতে বিব্রত প্রকাশ করে আদালত। পরে মামলাটি অন্য আদালতে বদলির আদেশ দেয়া হয়।
আরআর/টিএ