সাভারে বন বিভাগের জমি উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় এক কর্মকর্তাসহ পাঁচ কর্মচারী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।
শুক্রবার (১৬ মে) বেলা সাড়ে ৩টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন– ফরেস্টার বিট কর্মকর্তা মো. মহিদুর রহমান, ফরেস্ট গার্ড শহীদুল্লাহ কায়সার, বজলুর রহমাম বেপারী, আলাউদ্দিন ও বাগান মালি বাপ্পী হোসেন।
আহত ফরেস্ট গার্ড শহীদুল্লাহ কায়সার বলেন, সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকায় বন বিভাগের ৬৫ একর জমি দখল করেন লোকমান হোসেন ঢালি। সেই জমি আজ আমরা উদ্ধার করার জন্য গিয়েছিলাম। তখন লোকমান ও তার সন্ত্রাসী বাহিনী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আমাদের ওপর হামলা করে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে ফরেস্টার বিট কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বন কর্মকর্তা আহত হয়েছেন। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
এসএম/টিএ