নেতানিয়াহুকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

গাজার মানবিক বিপর্যয়কর পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন।

বর্তমানে এক সরকারি সফরে তুরস্কে অবস্থান করছেন রুবিও। সেখানে পর্যটন শহর আন্তালিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রুবিও বলেন, “গাজায় বাসিন্দারা যে ভয়াবহ ভোগান্তির মধ্যে আছেন, তা আমরা অনুভব করতে পারছি না— ব্যাপারটি এমন নয়। আমি ইতোমধ্যে এ ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।”

“আমি তাকে বলেছি যে কিন্তু গাজার মানবিক বিপর্যয় যুক্তরাষ্ট্রকে যন্ত্রণা দিচ্ছে। আমি তাকে আরও বলেছি যে আমরা মনে করি যে মধ্যপ্রাচ্য অঞ্চলে দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতার জন্য হামাসকে নির্মূল করা জরুরি, কিন্তু তার জন্য দিনের পর দিন, মাসের পর মাস ধরে গাজার বাসিন্দারা সীমাহীন ভোগান্তির মধ্যে দিয়ে যাবেন— এটা কোনোভাবেই কাম্য নয়।”

প্রসঙ্গত, গত ১ মার্চ থেকে গাজায় খাদ্য ও ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ফলে খাবার, সুপেয় পানি ও ওষুধের অভাবে ভয়াবহ মানবিক বিপর্যয়কর পরিস্থিতি পার করছেন গাজার বাসিন্দারা।

গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ করতে দিতে ইসরায়েলের ওপর চাপ অব্যাহত রেখেছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে নেতানিয়াহু বলেছেন, এখন গাজায় ত্রাণ প্রবেশ করতে দিলে তা হামাস লুটপাট করবে এবং সেই ত্রাণ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে।

মার্কো রুবিওকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এমন আশঙ্কা অমূলক নয়, তবে আমরা একটি পরিকল্পনা তৈরি করছি এবং খুব শিগগিরই তা বাস্তবায়ন করা হবে। এই পরিকল্পনা অনুযায়ী ত্রাণ বিতরণ শুরু হলে হামাস তা ছিনতাই করতে পারবে না।”

এফপি /টিএ

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশ-বাহরাইনের দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা May 17, 2025
img
সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা May 17, 2025
img
মমতাজের চারদিনের রিমান্ড শেষ, কারাগারে আটক রাখার আবেদন May 17, 2025
img
নায়িকা থেকে নির্মাতা, কান উৎসবে নতুন পরিচয়ে আলো ছড়ালেন ক্রিস্টেন স্টুয়ার্ট May 17, 2025
img
ঈদেই মুক্তি পাচ্ছে ‘ধামাল ৪’, আবারও উঠবে হাসির ঝড় May 17, 2025
img
সেই আইনজীবীর বিরুদ্ধে মামলা করব : মারিয়া মিম May 17, 2025
img
কাকরাইল ফিরেছে পুরোনো রূপে, তবু সতর্ক পাহারায় পুলিশ May 17, 2025
img
ঋতুপর্ণা-রুপ্নারা ঢাকায়, সাবিনা-মাসুরাকে ডাকেননি বাটলার May 17, 2025
img
নয়াদিল্লিকে সংলাপের প্রস্তাব দিলেন শেহবাজ May 17, 2025
img
আমিরাতের সঙ্গে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ May 17, 2025