দেশের দুই বিভাগের ৮টি জেলায় আকস্মিক বন্যার বিশেষ সতর্কবার্তা দিয়েছে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার জারি করা ওই সতর্কবার্তায় বলা হয়েছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে।
এমতাবস্থায়, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সকল জেলায় যথাযথ প্রস্তুতিসহ সকল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে সচেতন থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্মসচিব ও পরিচালক (ত্রাণ) মো. আব্দুর রশিদ স্বাক্ষরিত এই সতর্কবার্তাটি সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
আরআর/টিএ