ঠাকুরগাঁও সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক এক যুবক
মোজো ডেস্ক 10:11PM, May 16, 2025
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৬ মে) বিকেলে উপজেলার ধর্মগড় সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত যুবকের নাম সজিব হোসেন (১৭)। তিনি হরিপুর উপজেলার মারাধার গ্রামের বাসিন্দা।
ধর্মগড় বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মমিনুর রশিদ মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত যুবক সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঘাস কাটছিলেন। এমন সময় বিষয়টি টহলরত বিজিবি সদস্যদের নজরে এলে তাকে ফিরে আসার সংকেত দেওয়া হয়। কিন্তু তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
পরে তাকে রাণীশংকৈল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সীমান্ত থেকে যুবক আটকের বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, সীমান্ত অতিক্রমের দায়ে আটককৃত যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হয়েছে।