নোয়াখালী জেলা শহর মাইজদীতে ৫০ লাখ টাকা যৌতুক না দেওয়ায় বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ইকবাল হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশ বরসহ দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে চারটার দিকে শহরের মেহেরান ডাইন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।
কনে পক্ষের আত্মীয়রা জানান, বরপক্ষকে খাওয়ানোর পর আনুষ্ঠানিকতা শুরু করতে গেলে বর হঠাৎ দাবি করেন কনে পক্ষকে ৫০ লাখ টাকা যৌতুক দিতে হবে। এ দাবি প্রত্যাখ্যান করলে বর পালিয়ে যান এবং বিয়ে করতে অস্বীকৃতি জানান। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ হয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, বরসহ দুইজনকে আটক করা হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, কনে অনার্সে অধ্যয়নরত একজন এতিম তরুণী। তার মামারাই বিয়ের আয়োজন করেন। বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়া ওই বর নোয়াখালীতে কর্মরত একজন সরকারি ড্রাগ সুপার এবং তার বাড়ি ফেনী জেলার দাগনভূঞায়।
এ বিষয়ে বরের ভাই সোহরাব হোসেন বলেন, “আমার ভাই পালায়নি বা যৌতুকও দাবি করেনি। মেয়ের পরিবারের অভ্যন্তরীণ কোনও বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে।”
ঘটনাটি শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এর সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এসএম/টিএ