শামীম আমাকে স্পর্শ বা এমন কিছু করেননি : প্রিয়াঙ্কা

অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে বেশ কয়েকদিন আগে কিছু বিস্ফোরক অভিযোগ আনেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। এক বেসরকারি টেলিভিশনে গিয়ে সরাসরি শামীমের বিরুদ্ধে নানা বক্তব্য তুলে ধরেন।

সেদিন প্রিয়াঙ্কা প্রিয়া অভিনেতা শামীমের বিরুদ্ধে গালিগালাজ, মারধর ও ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন। যদিও এক সংবাদ সম্মেলন ডেকে এ সকল অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন শামীম। বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হলে তা নিয়ে এক সালিশের বৈঠক করে অভিনয়শিল্পী সংঘ। এরপর সংগঠনটির মধ্যস্থতায় বিষয়টি সমাধানে আসে।

বৃহস্পতিবার রাতে অভিনয়শিল্পী সংঘের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে অভিনেতা শামীমকে তার ভুলের জন্য ভক্ত-শুভাকাঙ্ক্ষী এবং নারী সহকর্মীদের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। শুধু তাই নয়, সংগঠনের পক্ষ থেকে অভিনেতাকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

সেই সালিশে ছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কাও। সেখান থেকে অনুতপ্ত মনোভাব প্রকাশ করেন তিনি। বলেন, ‘শুটিং সেটে শামীম ভাইয়ের সঙ্গে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। শট দিতে গিয়ে আমার ভুল হয়, উনি রেগে যান, গালিগালাজ করেন। তবে উনি এসব রাগের মাথায় করেছেন, এটা উনি স্বীকার করেছেন।’

প্রিয়াঙ্কা বলেন, ‘ঘটনাটি আমি সরাসরি শিল্পী সংঘে না জানিয়ে সংবাদ সম্মেলন করে ফেলি, এটা আমার ভুল ছিল। আমি যেহেতু নতুন, তাই ঠিক বোঝে উঠতে পারিনি। এজন্য আমি দুঃখিত।’

ধর্ষণের অভিযোগ সত্য নয় জানিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘ধর্ষণের ব্যাপারটি একেবারে ভুল তথ্য। উনি আমাকে স্পর্শ করেননি বা এ ধরনের কিছু করেননি।’

অভিনয়শিল্পী সংঘ এক বিবৃতিতে উল্লেখ করেছে, ‘এই ঘটনার পরিপ্রেক্ষিতে উভয়পক্ষই অনুতপ্ত। তাদের ভুল স্বীকার এবং দুঃখ প্রকাশ শিল্পীসমাজে দায়বদ্ধতার দৃষ্টান্ত।’

আরএম 



Share this news on:

সর্বশেষ

img
প্রতিদিন বিছানায় শুয়ে কেঁদেছি : মাহিরা খান May 17, 2025
img
সীমান্ত উত্তেজনার মধ্যেই আফগান পণ্য নিয়ে পাঁচ ট্রাক ভারতে পৌঁছালো May 17, 2025
img
আবারও বিসিবিতে দুদকের অভিযান May 17, 2025
img
৫ রিপাবলিকান আটকে দিলেন ট্রাম্পের ‘বিশাল, সুন্দর’ কর প্রস্তাব May 17, 2025
img
রাজশাহীতে আরও ক্রিকেট ম্যাচ আয়োজন করতে চায় বিসিবি May 17, 2025
img
বাংলাদেশ-বাহরাইনের দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা May 17, 2025
img
সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা May 17, 2025
img
মমতাজের চারদিনের রিমান্ড শেষ, কারাগারে আটক রাখার আবেদন May 17, 2025
img
নায়িকা থেকে নির্মাতা, কান উৎসবে নতুন পরিচয়ে আলো ছড়ালেন ক্রিস্টেন স্টুয়ার্ট May 17, 2025
img
ঈদেই মুক্তি পাচ্ছে ‘ধামাল ৪’, আবারও উঠবে হাসির ঝড় May 17, 2025