সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের নইপাড়া এলাকায় পুকুর খননকারী এক ব্যক্তির কাছে চাঁদা চাইতে গিয়ে যুবদল ও কৃষক দলের তিন নেতাকে আটক রেখে গণপিটুনি দিয়েছেন স্থানীয় বিক্ষুব্ধ মানুষজন। গতকাল বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির।
ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় একদল নারী-পুরুষ তিন নেতাকে ঘিরে রেখেছেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করছেন।
আহতদের মধ্যে রয়েছেন সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মোমিন, সদস্য রোকনুজ্জামান এবং সলঙ্গা থানা কৃষক দলের সদস্য সচিব সোবহান আলী।
স্থানীয়রা জানান, বিকেলে তিন থেকে চারটি মোটরসাইকেলে ৮-৯ জন ব্যক্তি এসে পুকুর খননকারী শহিদুল ইসলামের কাছে চাঁদা দাবি করেন। এ সময় গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে তাদের মধ্যে তিনজনকে আটকে রেখে মারধর করেন এবং তাদের মোটরসাইকেলও ভাঙচুর করেন। ভয়ে অন্যরা পালিয়ে যান।
এ বিষয়ে জেলা বিএনপির সহসভাপতি ও সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার বলেন, জেলার বাইরে আছি। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব।
অন্যদিকে সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার দাবি করেন, যে পুকুর খনন হচ্ছে তা সরকারিভাবে অবৈধ এবং খননের ফলে এলাকায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমাদের নেতাকর্মীরা কাজ বন্ধ করতে গিয়েছিলেন, চাঁদা আদায়ের জন্য নয়।
এ বিষয়ে রাত ১১টার দিকে সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আটক তিনজনকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এসএস/এসএন