চাঁপাইনবাবগঞ্জে ক্লিনিকের ভেতর থেকে স্টাফের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের মমতা ক্লিনিক থেকে সজিব হাসান জয় (২৬) নামের এক স্টাফের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৬টা পেরিয়ে চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল মোড়ের ওই ক্লিনিকের ৫ম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জয় রাজশাহীর গোদাগাড়ী থানার মহিশালবাড়ি এলাকার বাসিন্দা ও জাকির হোসেনের ছেলে। তিনি ক্লিনিকে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্র থেকে জানা যায়, ৯৯৯-এর মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ সংবাদ পায়। পরে পুলিশের একটি টিম এসে মমতা ক্লিনিকের ৫ম তলা থেকে দরজা ভেঙে সজিব হাসান জয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মমতা ক্লিনিকের ম্যানেজার আব্দুল জাব্বার বলেন, সন্ধ্যার দিকে একজন এসে আমাকে জানায় ৫ম তলায় রুমের দরজা লাগিয়ে রেখেছেন সজিব। অনেক ডাকাডাকি করার পরও তিনি রুমের দরজা খুলছেন না। পরে পুলিশের ইমার্জেন্সি সহায়তা নাম্বারে ফোন দেই এবং পুলিশ এসে সজিব হাসান জয়ের মরদেহ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান বলেন, সন্ধ্যার পরে একজন রোগী ইমার্জেন্সিতে এসেছিলেন। রোগীকে এখানে নিয়ে আসার পর তার পালস, বিপিসহ যাবতীয় মেডিকেল টেস্ট করা হয়। টেস্টের রেজাল্ট থেকে জানা যায় তিনি এখানে নিয়ে আসার আগেই মারা গেছেন। তার গলায় একটি চিহ্ন পাওয়া গেছে এবং শরীরে আর কোথাও কোন চিহ্ন নাই। পোস্ট মার্ডাম করলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম যায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আমরা অভিযোগ নেব, তা না হলে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে ইউডি মামলা দিলে তা গ্রহণ করে আমরা ময়নাতদন্ত করব।

এরপর প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মমতাজের চারদিনের রিমান্ড শেষ, কারাগারে আটক রাখার আবেদন May 17, 2025
img
নায়িকা থেকে নির্মাতা, কান উৎসবে নতুন পরিচয়ে আলো ছড়ালেন ক্রিস্টেন স্টুয়ার্ট May 17, 2025
img
ঈদেই মুক্তি পাচ্ছে ‘ধামাল ৪’, আবারও উঠবে হাসির ঝড় May 17, 2025
img
সেই আইনজীবীর বিরুদ্ধে মামলা করব : মারিয়া মিম May 17, 2025
img
কাকরাইল ফিরেছে পুরোনো রূপে, তবু সতর্ক পাহারায় পুলিশ May 17, 2025
img
ঋতুপর্ণা-রুপ্নারা ঢাকায়, সাবিনা-মাসুরাকে ডাকেননি বাটলার May 17, 2025
img
নয়াদিল্লিকে সংলাপের প্রস্তাব দিলেন শেহবাজ May 17, 2025
img
আমিরাতের সঙ্গে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ May 17, 2025
img
মেলোনিকে হাঁটু গেড়ে স্বাগত জানালেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী May 17, 2025
img
অকালে না ফেরার দেশে চলে গিয়েছিল গুলতেকিনের সন্তান May 17, 2025