চাঁপাইনবাবগঞ্জের মমতা ক্লিনিক থেকে সজিব হাসান জয় (২৬) নামের এক স্টাফের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৬টা পেরিয়ে চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল মোড়ের ওই ক্লিনিকের ৫ম তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জয় রাজশাহীর গোদাগাড়ী থানার মহিশালবাড়ি এলাকার বাসিন্দা ও জাকির হোসেনের ছেলে। তিনি ক্লিনিকে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্র থেকে জানা যায়, ৯৯৯-এর মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ সংবাদ পায়। পরে পুলিশের একটি টিম এসে মমতা ক্লিনিকের ৫ম তলা থেকে দরজা ভেঙে সজিব হাসান জয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মমতা ক্লিনিকের ম্যানেজার আব্দুল জাব্বার বলেন, সন্ধ্যার দিকে একজন এসে আমাকে জানায় ৫ম তলায় রুমের দরজা লাগিয়ে রেখেছেন সজিব। অনেক ডাকাডাকি করার পরও তিনি রুমের দরজা খুলছেন না। পরে পুলিশের ইমার্জেন্সি সহায়তা নাম্বারে ফোন দেই এবং পুলিশ এসে সজিব হাসান জয়ের মরদেহ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান বলেন, সন্ধ্যার পরে একজন রোগী ইমার্জেন্সিতে এসেছিলেন। রোগীকে এখানে নিয়ে আসার পর তার পালস, বিপিসহ যাবতীয় মেডিকেল টেস্ট করা হয়। টেস্টের রেজাল্ট থেকে জানা যায় তিনি এখানে নিয়ে আসার আগেই মারা গেছেন। তার গলায় একটি চিহ্ন পাওয়া গেছে এবং শরীরে আর কোথাও কোন চিহ্ন নাই। পোস্ট মার্ডাম করলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম যায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আমরা অভিযোগ নেব, তা না হলে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে ইউডি মামলা দিলে তা গ্রহণ করে আমরা ময়নাতদন্ত করব।
এরপর প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরএ/এসএন