বুমরাহকে ঘিরে ভিন্নমত গাভাস্কার-শাস্ত্রীর

রোহিত শর্মা নেই, বিরাট কোহলিও ছেড়েছেন টেস্ট। জাসপ্রিত বুমরাহ আলোচনায় থাকলেও রবীন্দ্র জাদেজা বা হার্দিক পান্ডিয়া নেই তালিকায়। ভারতের ক্রিকেট বোর্ড এই মুহূর্তে সাদা পোশাকের অধিনায়ক খুঁজতেই দিশেহারা। তিনটি নাম ঘুরেফিরে আসছে—শুভমন গিল, শ্রেয়াস আইয়ার এবং জাসপ্রিত। এই তিনের মাঝে বুমরাহকে নেতৃত্বে দেখতে চান না রবি শাস্ত্রী।

ভারতের সাবেক কোচের যুক্তি—পেসার বুমরাহ চোটে আক্রান্ত। এই আছে তো এই বাদ পড়ছে। এমন একজনকে অধিনায়ক বানানো ঝুঁকির। দেশটির ক্রিকেটের আরেক তারকা সুনীল গাভাস্কারের মতও এমন, দীর্ঘ মেয়াদি কাউকে চাইলে বুমরাহ বাজে চয়েস। অর্থাৎ দুজনের ভোটই বুমরাহর বিপক্ষে।

কাউকে অধিনায়ক হিসাবে তৈরি করা হোক। আমার মনে হয় শুভমনকে অধিনায়ক করলে ভাল হবে। সেই সুযোগ দেওয়া হোক ওকে।

শাস্ত্রী অবশ্য বুমরাহর প্রশংসা করেছেন, চোট না থাকলে তিনি তারকা পেসারের হাতেই আর্মব্যান্ড তুলে দেওয়ার কথা বলতেন, ‘অস্ট্রেলিয়া সফরের পর অবশ্যই বুমরাহকে অধিনায়ক করা উচিত। কিন্তু আমি চাই না ওকে অধিনায়ক হিসাবে দেখতে। বোলার বুমরাহকে আমরা হারিয়ে ফেলব তা হলে।’

শাস্ত্রীর মতে এমন কাউকে অধিনায়ক করা হোক, যিনি আগামী বেশ কিছু বছর টানা ভারতের হয়ে খেলবেন, ‘কাউকে অধিনায়ক হিসাবে তৈরি করা হোক। আমার মনে হয় শুভমনকে অধিনায়ক করলে ভাল হবে। সেই সুযোগ দেওয়া হোক ওকে।’

সংবাদ সংস্থা পিটিআই’য়ের মাধ্যমে বোর্ডকে একই পরামর্শ দিয়েছেন গাভাস্কারও, ‘কয়েক বছর লাগবে আগামী অধিনায়ক বেছে নেওয়ার জন্য। রোহিত, কোহলি, (মহেন্দ্র সিংহ) ধোনির মতো অধিনায়ক পেতে সময় লাগে। ওরা সকলেই নেতৃত্বের এক একটা নতুন দিক খুলে দিয়েছিল। শুভমন, শ্রেয়াস এবং (ঋষভ) পান্ত আগামী দিনে অধিনায়ক হওয়ার দৌড়ে থাকবে। ওদের মধ্যে শুভমন একটু এগিয়ে রয়েছে।’

ভারত-পাকিস্তান উত্তেজনার পর নতুন করে শুরু হয়েছে আইপিএল। মেগা টুর্নামেন্ট শেষেই ভারত দল উড়াল দেবে ইংল্যান্ডে। ওই সফরে খেলার কথা ছিল রোহিত ও কোহলির। দুজনেই নিয়েছেন অবসর। তাই ফাঁকা পড়ে গেছে অধিনায়কের ঘরও। খুব দ্রুতই বিসিসিআই অধিনায়কের নাম জানাবেন। শোনা যাচ্ছে, অধিনায়ক তো বটে সহ-অধিনায়কের যে পদ ছিল বুমরাহর সেটাও হারাবেন ভারতের মূল পেসার। এখন অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।

টিকে/এসএন

Share this news on: