সাইবার হামলার শিকার ক্রিপ্টো জায়ান্ট কয়েনবেইস

বিশ্বের অন্যতম বড় ক্রিপ্টোকারেন্সি কোম্পানি কয়েনবেইস সাইবার আক্রমণের শিকার হয়েছে। এ ঘটনায় ৪০ কোটি ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।

কয়েনবেইস জানিয়েছে, হ্যাকাররা তাদের কিছু ঠিকাদার ও কর্মীকে অর্থের বিনিময়ে প্রলুব্ধ করে গ্রাহকদের তথ্য সংগ্রহ করেছে বা তাতে প্রবেশ করেছে।

এক ব্লগ পোস্টে ক্রিপ্টোকারেন্সি কোম্পানিটি জানিয়েছে, হ্যাকাররা তাদের ১ শতাংশেরও কম সংখ্যক গ্রাহকের তথ্যে প্রবেশ করেছে। এরপর তারা কয়েনবেইসের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারিত করে তাদের ডিজিটাল মুদ্রা হাতিয়ে নিয়েছে।

হ্যাকাররা এরপর গ্রাহকদের তথ্য গোপন রাখার বিনিময়ে কয়েনবেইসের কাছে দুই কোটি ডলার মুক্তিপণ দাবি করেছে। তবে প্রতিষ্ঠানটি অর্থ পরিশোধে অস্বীকৃতি জানিয়ে জানিয়েছে, যারা এই হামলার শিকার হয়েছেন, তাদের সবাইকে ক্ষতিপূরণ দেবে কয়েনবেইস।

এই খবর প্রকাশের পর কয়েনবেইসের শেয়ারের দাম ৪.১ শতাংশ কমে গেছে।

উল্লেখযোগ্য যে, খুব শিগগিরই কয়েনবেইস যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের মর্যাদাপূর্ণ সূচক ‘এসঅ্যান্ডপি ৫০০’-তে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে, যা ক্রিপ্টো শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কিন্তু এই অর্জনের ঠিক আগ মুহূর্তেই সাইবার হামলার শিকার হলো কোম্পানিটি, এমনটাই জানিয়েছে বিবিসি।

বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ক্রিপ্টোকারেন্সি শিল্প সাইবার অপরাধীদের জন্য বড় লক্ষ্যে পরিণত হয়েছে—এই হামলা তারই একটি উদাহরণ।

গবেষণা প্রতিষ্ঠান চেইনঅ্যানালাইসিস-এর প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে ক্রিপ্টো খাত থেকে চুরি হওয়া অর্থের পরিমাণ ছিল ২২০ কোটি ডলার।

কোম্পানিটি জানায়, ১১ মে তারা এক ‘অপরিচিত হুমকিদাতা’র কাছ থেকে ইমেইল পেয়েছে।

এক বিবৃতিতে কয়েনবেইস বলেছে, “যেসব গ্রাহক প্রতারণার শিকার হয়ে সাইবার হামলাকারীদের অর্থ পাঠিয়েছেন, তাদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি আমরা।

“আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি, যাতে এই অপরাধীদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। হ্যাকাররা আমাদের কাছে যে দুই কোটি ডলার মুক্তিপণ চেয়েছে, তা আমরা দেব না।

“এর পরিবর্তে, যারা এই হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে আমাদের তথ্য দিয়ে সাহায্য করবেন, তাদের জন্য দুই কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছি।”

মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেওয়া নথিতে কয়েনবেইস জানিয়েছে, এই ঘটনার কারণে তাদের ১৮ থেকে ৪০ কোটি ডলার পর্যন্ত আর্থিক ক্ষতি হতে পারে।

কোম্পানিটি জানিয়েছে, এই খরচের পরিমাণ মূলত ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ এবং স্বেচ্ছায় ফেরত দেওয়া অর্থ থেকে আসবে। তবে ভবিষ্যতে সম্ভাব্য ক্ষতি, ক্ষতিপূরণ দাবি ও অর্থ পুনরুদ্ধারের পরিস্থিতি বিবেচনায় এই হিসাব পরিবর্তিত হতে পারে।

এদিকে, যেসব কর্মী হ্যাকারদের সহযোগিতা করে গ্রাহকদের তথ্য শেয়ার করেছেন, তাদের বরখাস্ত করেছে কয়েনবেইস।

ভবিষ্যতে এমন সাইবার হামলার ঝুঁকির বিষয়ে সতর্ক করে কোম্পানিটি বলেছে, সবাইকে আরও সতর্ক থাকতে হবে।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ওয়ানডে দল থেকে বাদ পড়ায় অবাক হইনি: জাদেজা Oct 12, 2025
img
সচেতনতা আর টিকাদানেই টাইফয়েড নিয়ন্ত্রণ সম্ভব: স্বাস্থ্য উপদেষ্টা Oct 12, 2025
img
যেভাবে জন্ম নিবন্ধন ছাড়াও টাইফয়েডের টিকা পাওয়া যাবে Oct 12, 2025
img
ন্যায় ও আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে হবে : বাবর Oct 12, 2025
img
বিতর্কিত তিন নির্বাচনের তদন্তে নাগরিকদের সহযোগিতা চাইল কমিশন Oct 12, 2025
img
যুদ্ধবিরতির পর গাজা শহরে ফিরেছেন ৫ লক্ষাধিক মানুষ Oct 12, 2025
img
আর নেই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ডায়ান কিটন Oct 12, 2025
img
রাজধানীতে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার Oct 12, 2025
img
বাংলাদেশ বল খেলেনি, খেলেছে রশিদকে, দ্রুত উন্নতি প্রয়োজন: মুশতাক আহমেদ Oct 12, 2025
img
প্রতিদিনের খাবারেই লুকিয়ে আছে অ্যালার্জি প্রতিরোধের চাবিকাঠি Oct 12, 2025
img
পরিচালনার আদ্যোপান্ত বাবার কাছ থেকেই শিখেছেন আরিয়ান! Oct 12, 2025
img
বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকিকে অবাঞ্ছিত ঘোষণা Oct 12, 2025
img
মায়ামিকে জোড়া গোলে জেতালেন মেসি Oct 12, 2025
img
প্রতারণা নয়, সৌভাগ্যের ফোনেই পাল্টে গেল বৃদ্ধার জীবন Oct 12, 2025
img
জন্মদিনে অমিতাভের চল্লিশা পাঠ হলো কলকাতায়! Oct 12, 2025
img
শান্তি খুঁজে পেলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী Oct 12, 2025
img
আফগানিস্তানের ১৯ সীমান্তপোস্ট দখল করেছে পাকিস্তান Oct 12, 2025
img
৩ সপ্তাহ পর সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয় Oct 12, 2025
img
গণভোট নিয়ে এখন আর বিতর্কের সুযোগ নেই : সারোয়ার তুষার Oct 12, 2025
img
দুটি ছাড়া ইরাকে যুক্তরাষ্ট্রের সব সেনাঘাঁটি বন্ধ হয়ে যাচ্ছে Oct 12, 2025