চট্টগ্রাম বন্দর ও করিডর ইস্যুতে প্রয়োজনে রাজপথে নামার ঘোষণা নুরের

চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের দেওয়ার সিদ্ধান্ত, রাখাইনে মানবিক করিডর দেওয়ার কথা চিন্তা করছে অন্তর্বর্তী সরকার। তবে এ সিদ্ধান্ত কোনোভাবেই মানতে নারাজ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। প্রয়োজনে রাজপথে লড়াই করার ঘোষণাও দিয়েছেন তিনি।

শনিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

ফেসবুক পোস্টে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, পরিষ্কার কথা; ১/ বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড চট্টগ্রাম বন্দরকে বিদেশীদের হাতে কোনভাবেই তুলে দেয়া যাবে না। ২/ করিডরের নামে খাল কেটে কুমির আনা যাবে না।

পোস্টের শেষ অংশে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘দল নয়, মত নয়, সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থে কোন ছাড় নয়, প্রয়োজনে রাজপথে নতুন লড়াই শুরু হবে।’

এর আগে, গত ১৪ মে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। পরে সেখানে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের বন্দরে উন্নীত করতে অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বের খ্যাতিসম্পন্ন বন্দর ব্যবস্থাপনা সংস্থাগুলোকে আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘এটি আমাদের জন্য একটি বড় সুযোগ। যদি সরকারের পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয়, তাহলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। বাংলাদেশের অর্থনীতি বদলাতে হলে চট্টগ্রাম বন্দরই আমাদের আশা। এটি ছাড়া কোনো বিকল্প নেই। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। কিন্তু যদি হৃৎপিণ্ড দুর্বল হয়, কোনো ডাক্তারই তা আর ভালো করতে পারে না। তাই একে বিশ্বমানের করতে হবে। বন্দর ব্যবস্থাপনায় নিয়োজিত বৈশ্বিক পর্যায়ের শীর্ষ সংস্থাগুলোকে আগেও ডাকা হয়েছিল, কিন্তু কার্যকর কোনো অগ্রগতি হয়নি।’

তিনি তখন আরও বলেন, ‘এই হৃৎপিণ্ডকে আমাদের প্রতিবেশীদের সঙ্গে সংযুক্ত করতে হবে। এজন্য আমি নেপাল ও ভারতের সাতটি উত্তর-পূর্ব রাজ্যের (সেভেন সিস্টার্স) কথা বলেছি। যদি তারা এতে যুক্ত হয়, তারা উপকৃত হবে, আমরাও হবো। যারা যুক্ত হবে না, তারা পিছিয়ে পড়বে।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
সমকামিতা-ট্রান্সজেন্ডার প্রমোটে আমাদের বাধা হয়ে দাঁড়াতে হবে : সারজিস May 18, 2025
এক বছরে কমলো ধনী ব্রিটিশদের সংখ্যা May 18, 2025
img
এই মুহূর্তে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই : বিজয় May 18, 2025
রিজিক বৃদ্ধির সেরা আমল | ইসলামিক টিপস May 18, 2025
img
স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ করায় ভারতই বেশি ক্ষতিগ্রস্ত হবে: বাণিজ্য উপদেষ্টা May 18, 2025
img
বাংলাদেশিদের সহজ শর্তে ভিসা দিচ্ছে কুয়েত May 18, 2025
কোহলির মাধ্যমিক শ্রেণির রেজাল্ট ভাইরাল, গণিতে কত পেয়েছিলেন এই কিংবদন্তি? May 18, 2025
img
মুদ্রা ছাপাতে কেন ভারতের উপর নির্ভর করতে হয়েছিল পাকিস্তানকে? May 18, 2025
ইমন চারের থেকে ছয় মারতে বেশি পছন্দ করে: মিঠুন May 18, 2025
তামিম ভাইয়ের পর আমার সেঞ্চুরি, খুব ভালো লাগছে ; পারভেজ হোসেন ইমন May 18, 2025
টেস্ট থেকে সদ্য অবসর নেয়া বিরাট কোহলি কত টাকার মালিক May 18, 2025
পাক যুদ্ধের পর এবার মহাকাশেও ব্যর্থ ভারত, মাঝপথেই ধ্বংস রকেট May 18, 2025
জয়শঙ্করের স্বীকারোক্তিতে তোলপাড় ভারতে, কি বলেছিলেন পাকিস্তানকে? May 18, 2025
আসিফ মাহমুদের বাবা টেন্ডারবাজি করে, মানুষের জমি দখল করে May 18, 2025
img
বার্ড ফ্লু আক্রান্ত দেশ থেকে মুরগি আমদানি May 18, 2025
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও বেতন-ভাতার দাবিতে শিক্ষা ভবন ঘেরাও! May 18, 2025
img
"আথিয়ার মানসিক জোরে মুগ্ধ, সুনীল শেট্টির মন্তব্যে ঝড় সোশ্যাল মিডিয়ায়" May 18, 2025
ডলার এনডোর্সমেন্টে বাড়তি চার্জ নেওয়া বন্ধ May 18, 2025
আগামী নির্বাচনের সম্ভাব্যতা নিয়ে কথা বলছেন সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ May 18, 2025
ভারত যাচ্ছেন জয়, পাবেন মা হাসিনার সাক্ষাৎ! May 18, 2025