দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। কেবল অভিনয় জীবনই নয়, বারবারই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসে তার ব্যক্তিগত তথা প্রেমজীবনও। বহু দিন ধরেই বিনোদন পাড়ায় অভিনেতা বিজয় দেবরকোন্ডা তার প্রেম নিয়ে গুঞ্জন শোনা যায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকার সঙ্গে প্রেমের প্রসঙ্গ উঠতেই উল্টো পথে হাঁটলেন বিজয়। কেমন জীবনসঙ্গী চান তিনি? লাইফ পার্টনারের মধ্যে কী কী গুণ দেখতে চান এই প্রশ্নের উত্তরে বিজয় বলেন, ‘আমার বিয়ে করার কোনও পরিকল্পনা নেই এই মুহূর্তে। তাই জীবনসঙ্গী খুঁজছি না।’
তার কথায়, ‘আমি ভালো মনের কাউকে চাই।’ সরাসরি কিছু না বললে বিজয় যে ইচ্ছা করেই রাশমিকার প্রসঙ্গ এড়িয়ে গেছেন, সেটা নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। তবে এই প্রথম নয়, রাশমিকার কথা ওঠায় এর আগেও প্রসঙ্গ পরিবর্তন করেছে বিজয়।
প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গীত গোবিন্দম’ সিনেমাতে বিজয়ের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেন রাশমিকা। ছবি মুক্তি পাওয়ার পর বিজয় এবং রাশমিকার সম্পর্কের রসায়ন মনে ধরে যায় দর্শকের।
আরএম/এসএন