‘১০ মাস গড়ায় গেল, কিন্তু এখনও মায়ের পেটের বাচ্চা হইল না।’ অন্তর্বর্তী সরকারকে কটাক্ষ করে এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক আবেগঘন বক্তব্যে তিনি বলেছেন, ফ্যাসিস্টকে ক্ষমতাচ্যুত করতে এক/দেড় হাজার মানুষ মারা গিয়েছে। আরও ২০ হাজার আহত হলো। পৃথিবীর শ্রেষ্ঠ একজনকে ক্ষমতায় বসানো হলো। কিন্তু কোনো লাভ হলো না।
কবিতার সুরে তিনি বলেন, ‘মারলাম এক হাজার, দেড় হাজার মানুষ। আহত হইল ২০ হাজার। রক্তের সাগর সৃষ্টি করলাম, ফ্যাসিস্টকে তাড়াইলাম। দাঁড়িয়ে মনে করলাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে মাথার উপরে বসাইলাম- উনি এই দেশকে সোনায় মুড়িয়ে দিবে, দেশ ফিরে যাবে স্বর্ণযুগে।’
তিনি আফসোস করে বলেন, ‘একটা একটা করে গেল দিন, গেল মাস, ১০ মাস গড়ায় গেল। কিন্তু ‘মায়ের পেটে বাচ্চা’ হইল না। মানে ফল আসলো না আমাদের সেই সংগ্রামের।’ গণতন্ত্রের কথা উল্লেখ করে ফজলুর রহমান বলেন, ‘এখন আমাদের খুঁজতে হয়—তুমি গেলা কোথায়? কোথায় গেলা? তোমার জন্য না আমি যুদ্ধ করছিলাম? তোমার জন্য না জীবন দিছিলাম? তুমি গেলা কোথায়?’
গণতন্ত্র এবার হারিয়ে গেছে আক্ষেপ করে এই বিএনপি নেতা বলেন, ‘তোমার নাম তো গণতন্ত্র। তুমি কোথায়? তুমি কোথায় লুকাইছো? সব আলাপ হয়—কিন্তু গণতন্ত্রের আলাপ হয় না। সব আলাপ হয়—ভোটের আলাপ হয় না।’
তিনি মনে করিয়ে দেন, জনগণের রক্ত, সংগ্রাম ও আত্মত্যাগের বিনিময়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখা হয়েছিল, আজ তা নিখোঁজ। তার বক্তব্যে ফুটে ওঠে বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র হতাশা এবং জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের দাবি।
এসএন