ক্রিকেট ইতিহাসে দুই কিংবদন্তির নাম যুক্ত হতে যাচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সঙ্গে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সম্প্রতি প্রস্তাব দিয়েছে, শচীন টেন্ডুলকার ও জেমস অ্যান্ডারসনের নামে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নামকরণ করতে। সম্ভাব্য নাম হতে পারে টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি।
ক্রিকেট সিরিজে কিংবদন্তিদের নামে ট্রফির নামকরণ অবশ্য নতুন কিছু নয়। যেমন, ভারত-অস্ট্রেলিয়া সিরিজ পরিচিত বোর্ডার-গাভাস্কার ট্রফি নামে, অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজ বেনো-কাদির ট্রফি নামে, আর শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজ ওয়ার্ন-মুরালি ট্রফি নামে।
২০০৭ সাল থেকে ইংল্যান্ডে অনুষ্ঠিত ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নাম ছিল পাতৌদি ট্রফি, যা দুই পাতৌদির সম্মানে প্রবর্তিত—ইফতিখার আলী খান পাতৌদি ও মনসুর আলী খান পাতৌদি। তবে এবার এই ট্রফিকে অবসরে পাঠিয়ে নতুন নামকরণ করতে চায় ইসিবি।
বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা ভারতীয় গণমাধ্যমকে জানান, “দুই দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলা ক্রিকেটারদের নামে সিরিজের নাম রাখার প্রস্তাব এসেছে। বিসিসিআই এতে আপত্তি করছে না। কারণ, ইংল্যান্ডে আয়োজিত সিরিজের ট্রফির বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসিবিই।”
টেস্ট ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটার শচীন টেন্ডুলকার খেলেছেন ২০০টি ম্যাচ, করেছেন ১৫,৯২১ রান ও ৫১টি সেঞ্চুরি। অন্যদিকে, জেমস অ্যান্ডারসন খেলেছেন ১৮৮টি টেস্ট, নিয়েছেন ৭০৪ উইকেট—পেসারদের মধ্যে সর্বোচ্চ। টেস্টে শচীনকে ৯ বার আউট করেছিলেন অ্যান্ডারসন, যা ছিল তাদের মধ্যে স্মরণীয় দ্বৈরথ।
দুজনেই নিজ নিজ দেশে পেয়েছেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। শচীন পেয়েছেন ভারতরত্ন, আর অ্যান্ডারসন সম্মানিত হয়েছেন নাইটহুডে।
২০০৭ সাল থেকে শুরু হওয়া পাতৌদি ট্রফিতে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে একবার জিতেছে ভারত, তিনবার ইংল্যান্ড, এবং ২০২১ সালের সিরিজ ড্র হয়েছিল।
এই প্রেক্ষাপটে, টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি কেবল নতুন নাম নয়, বরং দুই যুগান্তকারী ক্রিকেটারের প্রতি এক অসাধারণ সম্মানও।
টিকে/টিএ