বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ এবং সময় বাড়িয়েছে যেসব দেশ

বাংলাদেশী পর্যটকদের জন্য ভিসা বন্ধ বা সীমিত করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে অনেক দেশে। বেশ কিছু গন্তব্যে আবার ভিসা চালু থাকলেও, তা সীমিত করা হয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, মূলত টুরিস্ট ভিসার অপব্যবহারের কারণে বাংলাদেশ নেতিবাচকভাবে চিত্রিত হচ্ছে বিভিন্ন দেশে। সংকট কাটাতে তারা সরকারের প্রতি উদ্যোগী ও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন।

ভিয়েতনাম, দক্ষিণ-পূর্ব এশিয়ার সুন্দর একটি দেশ, বাংলাদেশী পর্যটকদের কাছে এক সময় কাঙ্ক্ষিত গন্তব্য ছিল। অনেক বাংলাদেশী সেখানে গিয়ে পার্শ্ববর্তী লাউস ও কম্বোডিয়া ঘুরে আসতেন। তবে এ বছরের জানুয়ারিতে বাংলাদেশীদের জন্য ভিসা বন্ধ করে দেয় ভিয়েতনাম। কারণ, টুরিস্ট ভিসার মেয়াদ শেষ হলেও অনেকেই ফেরেননি, তাদের মধ্যে কেউ কেউ সেখানে কাজ করছেন এবং কেউ অবৈধভাবে অন্য দেশে পাড়ি জমিয়েছেন।

পূর্ববর্তী বছরগুলোর মতো বাংলাদেশের জন্য জনপ্রিয় গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাত (দুবাই)। তবে গত জুলাই থেকে বাংলাদেশীদের জন্য সেখানে টুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। বর্তমানে দিনে ৩০ থেকে ৫০টি ভিসা ইস্যু হলেও সাধারণ পর্যটকরা তেমন সুফল পাচ্ছেন না। জুলাই থেকেই ভারতের ভিসাও বন্ধ, ফলে থাইল্যান্ড ছিল বাংলাদেশী পর্যটকদের চিকিৎসা ও ভ্রমণের জন্য মূল গন্তব্য।

কিন্তু এখন সেই ভিসা পেতে কমপক্ষে ৪৫ দিন সময় লাগে। মে মাস থেকে বেশ কিছু গন্তব্যের ভিসা পরবর্তী সময়ে বন্ধ হতে শুরু করেছে, বিশেষ করে ভারত, দুবাই ও ভিয়েতনাম, যা বাংলাদেশের পর্যটকদের জন্য সংকট সৃষ্টি করেছে।

থাইল্যান্ড ৫ মে থেকে এমন কোনো কারণ ছাড়াই বাংলাদেশী পর্যটকদের ভিসা আবেদন রিজেক্ট করছে, এমনকি যারা পূর্বে আমেরিকা, কানাডা বা ইউরোপের মতো দেশগুলোতে ভ্রমণ করেছেন, তাদেরও ভিসা আবেদন বাতিল করা হচ্ছে।

ইন্দোনেশিয়া, যা আগে অনারাইভাল ভিসা প্রদান করতো, এখন সেখানে ভিসা পেতে প্রায় দুই মাস সময় লাগছে। একই অবস্থা ফিলিপাইনেরও; সেখানে আগে ১০ দিনে ভিসা পাওয়া গেলেও এখন তা অন্তত দেড় মাস লাগছে।

এছাড়া, উজবেকিস্তানও, যা ইলেকট্রনিক ভিসা ইস্যু করতো, আগস্ট থেকে বাংলাদেশের নাম তালিকা থেকে বাদ দিয়েছে। সব মিলিয়ে, বাংলাদেশীদের জন্য আন্তর্জাতিক পর্যটন গন্তব্যগুলো ক্রমশ ছোট হয়ে আসছে। যেসব দেশ এখনো ভিসা প্রদান করছে, সেগুলোতে সময়সাপেক্ষ পরিস্থিতি বিরাজ করছে, যা দেশের পর্যটন ব্যবসার জন্য উদ্বেগজনক।

বিশ্লেষকরা মনে করছেন, অবৈধ অভিবাসন (ইলিগাল মাইগ্রেশন) বাংলাদেশের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কম্বোডিয়া, যেখানে অনেক বাংলাদেশী টুরিস্ট ভিসা নিয়ে যায়, সেখানে তারা অবৈধভাবে ছড়িয়ে পড়েছে, যা দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে তথ্য রয়েছে। এসব কার্যকলাপ ট্রাভেল এজেন্সির মাধ্যমে হচ্ছে।

এখন সরকারের উচিত কঠোর হাতে অবৈধ মাইগ্রেশন নিয়ন্ত্রণ করা, কারণ এর প্রভাবই মূলত বাংলাদেশের পর্যটন খাতে পড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, যদি সরকার কঠোর উদ্যোগ না নেয়, তাহলে পর্যটন ব্যবসা ধ্বংসের মুখে পড়তে পারে।

আরএম/এসএন

Share this news on:

সর্বশেষ

কোহলির মাধ্যমিক শ্রেণির রেজাল্ট ভাইরাল, গণিতে কত পেয়েছিলেন এই কিংবদন্তি? May 18, 2025
img
পাক মুদ্রা ছাপাতে কেন ভারতের উপর নির্ভর করতে হয়েছিল পাকিস্তানকে? May 18, 2025
ইমন চারের থেকে ছয় মারতে বেশি পছন্দ করে: মিঠুন May 18, 2025
তামিম ভাইয়ের পর আমার সেঞ্চুরি, খুব ভালো লাগছে ; পারভেজ হোসেন ইমন May 18, 2025
টেস্ট থেকে সদ্য অবসর নেয়া বিরাট কোহলি কত টাকার মালিক May 18, 2025
পাক যুদ্ধের পর এবার মহাকাশেও ব্যর্থ ভারত, মাঝপথেই ধ্বংস রকেট May 18, 2025
জয়শঙ্করের স্বীকারোক্তিতে তোলপাড় ভারতে, কি বলেছিলেন পাকিস্তানকে? May 18, 2025
আসিফ মাহমুদের বাবা টেন্ডারবাজি করে, মানুষের জমি দখল করে May 18, 2025
img
বার্ড ফ্লু আক্রান্ত দেশ থেকে মুরগি আমদানি May 18, 2025
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও বেতন-ভাতার দাবিতে শিক্ষা ভবন ঘেরাও! May 18, 2025
img
"আথিয়ার মানসিক জোরে মুগ্ধ, সুনীল শেট্টির মন্তব্যে ঝড় সোশ্যাল মিডিয়ায়" May 18, 2025
ডলার এনডোর্সমেন্টে বাড়তি চার্জ নেওয়া বন্ধ May 18, 2025
আগামী নির্বাচনের সম্ভাব্যতা নিয়ে কথা বলছেন সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ May 18, 2025
ভারত যাচ্ছেন জয়, পাবেন মা হাসিনার সাক্ষাৎ! May 18, 2025
img
কন্নড় ভাষাকে ‘অপমান’-এর অভিযোগে বিপাকে সোনু নিগম May 18, 2025
img
দুধের দাম কমানোয় দিশাহারা খামারিরা May 18, 2025
img
খ্যাতনামী খলনায়কের জামাই, ১০ বছরে নেই হিট—বি গ্রেডেই ভরসা! May 18, 2025
img
আবহাওয়ার পূর্বাভাসে এআই প্রযুক্তি ব্যবহার করবে জাপান May 18, 2025
img
জানতাম, প্রিয়াঙ্কা ভালো মা হবেন : নিক May 18, 2025
img
৪৪ সন্তানের মা, বিশ্ব রেকর্ড গড়লেন মরিয়ম May 18, 2025