বিশ্বে যিনি সবচেয়ে বেশি সন্তানের জন্ম দিয়েছেন সেই নারী মরিয়ম নাবাতাঞ্জি। জীবনের গল্প একদিকে যেমন বিস্ময়কর, অন্যদিকে তেমনি হৃদয়বিদারক। উগান্ডার এই নারী মাত্র ৪০ বছর বয়সেই জন্ম দিয়েছেন ৪৪টি সন্তান। যার মধ্যে রয়েছে চার জোড়া জমজ, পাঁচবার তিনটি এবং আরও পাঁচবার চারটি করে সন্তান।
তবে এই বিস্ময়কর সংখ্যার পেছনে আছে এক জটিল চিকিৎসাগত কারণ। চিকিৎসকরা জানান, মরিয়ম হাইপারোভুলেশন নামক একটি বিরল প্রজনন সমস্যায় ভুগছিলেন। এতে তার ডিম্বাশয় থেকে একাধিক ডিম্বাণু নির্গত হতো, যা বারবার একাধিক সন্তানের জন্মের কারণ হয়ে দাঁড়ায়।
চিকিৎসকরা স্পষ্ট বলেন, মরিয়মের শরীরে কোনো পরিবার পরিকল্পনা পদ্ধতিই কার্যকর হবে না এবং সন্তান জন্ম বন্ধ করলে তার স্বাস্থ্য হুমকির মুখে পড়বে।
মাত্র ১২ বছর বয়সে ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বিয়ে হয় মরিয়মের। তার বাবা-মা ছোটবেলায় তাকে বিক্রি করে দেন। এক সময় স্বামীও তাকে ছেড়ে চলে যান সবকিছু ফেলে। ছয় সন্তান হারিয়েছেন তিনি। বাকি ৩৮ সন্তানের দায়িত্ব তিনি একাই পালন করছেন কারও সহযোগিতা ছাড়া, শুধুই অদম্য মমতা আর সংগ্রামের শক্তিতে।
দেশটির রাজধানী কাম্পালার মুলাগো হাসপাতালের গাইনোকোলজিস্ট বলেছেন, মরিয়মের সমস্যাটি সম্ভবত বংশগত। তিনি বলেন, এটি একটি জেনেটিক সমস্যা। এই সমস্যার কারণে একজন নারীর ডিম্বাশয়ে এক চক্রে একাধিক ডিম্বাণু ছড়িয়ে যায়। যা উল্লেখযোগ্যভাবে একাধিক সন্তান জন্মের সম্ভাবনা বাড়িয়ে তোলে।
এই মায়ের জীবনের গল্প কেবলই সংখ্যার খেলা নয়, বরং এক সংগ্রামী নারীর প্রতীক। যিনি সমাজ ও শারীরিক সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে দাঁড়িয়েছেন নিজের সন্তানদের জন্য।
এসএন