বি-টাউনের অন্দরে যেন প্রেম প্রেম গন্ধ। শোনা যাচ্ছিল, কঙ্কনা সেনশর্মা এবং আমোল পরাশরের নাকি মন দেওয়া নেওয়া হয়েছে। জীবনের গতিপথ নাকি মিলে গিয়েছে দু’জনের। যদিও এ বিষয়ে দু’জনের তরফে পাওয়া যায়নি কোনও প্রতিক্রিয়া। তবে ‘গ্রাম চিকিৎসালয়’ ওয়েব সিরিজের স্পেশাল স্ক্রিনিং যেন অনেক না বলা প্রশ্নের জবাব দিল।
বিষয়টা বরং খোলসা করা যাক। বুধবার রাতে ছিল ‘গ্রাম চিকিৎসালয়’ ওয়েব সিরিজের স্পেশাল স্ক্রিনিং। সেখানে একসঙ্গে ধরা দিলেন কঙ্কনা ও আমোল। হাসিমুখে দেখা দিলেন তাঁরা। আবার পাপ্পারাজ্জির সামনে একে অপরকে জড়িয়েও ধরেন। এই প্রথমবার একসঙ্গে দেখা গেল তাঁদের। সোশাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি। প্রশ্ন উঠছে, মুখে কুলুপ আঁটলেও তবে কি প্রেমের গুঞ্জনে সিলমোহর দিলেন তাঁরা। সে বিষয় নিয়ে এখনও রহস্যের জট খোলা সম্ভব হয়নি।
বলে রাখা ভালো, ২০১৫ সালে মিস থেকে মিসেস হন কঙ্কনা। রণবীর শোরেকে বিয়ে করেছিলেন তিনি। দাম্পত্য জীবন দিব্যি চলছিল। সঙ্গে কাজও চালিয়ে যাচ্ছিলেন কঙ্কনা। ২০১৯ সালে ‘ডলি কিটি’ এবং ‘ওয়ো চমকতে সিতারে’ ছবি একসঙ্গে কাজ করেন কঙ্কনা ও আমোল। এরপর দাম্পত্য জীবনেও নানা সমস্যা তৈরি হয়। রণবীর শোরের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হয়। আলাদা থাকতে শুরু করেন কঙ্কনা ও রণবীর। ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। সেই সময় রণবীর শোরে একবার দাবি করেন আমোলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কঙ্কনা। তবে কঙ্কনার তরফে ওই বক্তব্যের প্রতিবাদ কিংবা সমর্থনে কোনও প্রতিক্রিয়াই পাওয়া যায়নি। এবার কঙ্কনা ও আমোলকে একসঙ্গে দেখে দুয়ে দুয়ে চার করছেন অনুরাগীরা।
এসএন