শুটিং ফ্লোরে ‘রঘু ডাকাত’, তরবারি হাতে নজর কাড়লেন দেব

দীর্ঘ চার বছরের অপেক্ষার পর অবশেষে গত ১৬ মার্চ ‘রঘু ডাকাত’-এর শুটিং শুরু হয়েছে। বাংলার দৌর্দণ্ডপ্রতাপ ডাকাতের দুঃসাহসিক কাহিনি পর্দায় ফুটিয়ে তোলার আগে আদা-জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছিলেন দেব। ঘোড়সওয়ার শিখতে নিত্যদিন নিয়ম করে ঘোড়া ছোটাতে হয়েছে। শিখতে হয়েছে তরবারি যুদ্ধও। কেমন প্রশিক্ষণ নিলেন দেব? শুটিংয়ের সেই ঝলক দেখা গেল।

পঁচিশের দুর্গাপুজোর জন্য মুখিয়ে বসে রয়েছেন দেব ভক্তরা। কারণ উৎসবের মরশুমেই মুক্তি পাচ্ছে টলিউড সুপারস্টারের বহু প্রতীক্ষিত পিরিয়ড ড্রামা ‘রঘু ডাকাত’। বর্তমানে যে ছবির শুটিং চলছে পুরোদমে। বেশ কয়েক জায়গায় আউটডোর শুটও করে এসেছেন দেব-ধ্রুবর টিম। প্রযোজনা সংস্থার তরফে যদিও সেসব শুটিংয়ের ঝলক এখনও প্রকাশ্য়ে আনা হয়নি, তবে দেব ভক্তদের আটকায় সাধ্যি কার! তক্কে তক্কে ছিলেন অনুরাগীরাও। এবার আউশগ্রামের শুটিং পর্ব থেকে ভাইরাল এক দৃশ্য। দেবের এক ফ্যান পেজ থেকেই সেই ছবি শেয়ার করা হয়েছে।

যেখানে দেখা গেল, ‘রঘু ডাকাত’ বেশে ঘোড়সওয়ার দেব। তরবারি উঁচিয়ে কিছু নির্দেশ দিচ্ছেন। পাশের ঘোড়াতে উপবিষ্ট তার ‘খাদান কিশোরী’ ইধিকা পাল। এই ছবি থেকেই পরিষ্কার, ডাকাতদলের গুরুত্বপূর্ণ সদস্যের ভূমিকায় দেখা যাবে তাঁকে। সূত্রের খবর, গত বৃহস্পতিবার থেকে পূর্ব বর্ধমানের আউশগ্রামে পাঁচ দিনের শুটিং শিডিউল শুরু হয়েছে। অনির্বাণ ভট্টাচার্যও যোগ দিয়েছেন সেখানে।

‘পাগলু’ কিংবা ‘দুই পৃথিবী’র সুপারস্টার বছরখানেক ধরে যেভাবে ছক ভেঙে ক্যামেরার সামনে ধরা দিচ্ছেন, তাতে মুগ্ধ হয়েছেন সিনে-সমালোচকরাও। যে কোনও চরিত্র আত্মস্থ করতে কড়া হোমওয়ার্কের যে কোনও বিকল্প নেই, সেকথা মনেপ্রাণে বিশ্বাস করেন দেব। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’ ছবিতে নরেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্র ফুটিয়ে তুলতে দুবেলা নিয়ম করে মাঠে ঘাম ঝরাতেন। সিনেমা মুক্তির পর দর্শকমহল তো বটেই পাশাপাশি সিনেসমালোচকরাও তার মার্কশিটে ফুলমার্কস বসিয়েছিলেন।

এবার ‘রঘু ডাকাত’-এর ক্ষেত্রেও যে পরিচালক-অভিনেতা জুটি ধ্রুব-দেব মহাচমক উপহার দিতে চলেছেন, তা বলাই বাহুল্য। পঁচিশের পুজোর পর্দায় সেই দোর্দণ্ডপ্রতাপ ডাকাত সর্দারকে দেখার অপেক্ষায় সিনেপ্রমীরা।

প্রসঙ্গত দেব ছাড়াও ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ম্যাগনাম অপাসে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রূপা গঙ্গোপাধ্যায়। খলচরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। সোহিনী সরকারকে দেখা যাবে ডাকাত দলের এক গুরুত্বপূর্ণ চরিত্রে। অন্যদিকে ‘রঘু ডাকাত’ দেবের নায়িকা হিসেবে ধরা দেবেন ইধিকা পাল। ধ্রুবর ‘গোলন্দাজ’ ছবিতে দেব-অনির্বাণের পর এবার ‘রঘু ডাকাত’-এর ক্ষেত্রেও কাকতালীয় বিষয় এক্ষেত্রেও পরিচালক-প্রযোজক এক।

আরএম/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
পর্দার শেখ হাসিনা থাইল্যান্ড পালাচ্ছিলেন! May 18, 2025
‘১০ মাস গড়ায় গেল, এখনও মায়ের পেটের বাচ্চা হইল না’ May 18, 2025
img
টানা দ্বিতীয়বারের মতো বুন্দেসলিগার টপ স্কোরার কেইন May 18, 2025
img
নির্বাচন বিলম্বিত হলে অস্থিরতা বাড়বে: আমির খসরু May 18, 2025
img
কানে বাঙালি সাজে বর্ষার প্রশংসা করেছেন ভিনদেশিরা May 18, 2025
img
বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ২ জনের May 18, 2025
img
নারী কমিশনের প্রস্তাব পতিত স্বৈরাচারের এজেন্ডা বাস্তবায়নের দলিল : মহিলা ফোরাম May 18, 2025
যে কারণে সেনাবাহিনী ও পুলিশের প্রেসক্লাবে অবস্থান May 18, 2025
কোতোয়ালী থানার ওসির বিরুদ্ধে অভিযোগ May 18, 2025
img
তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ সংস্কারের আইনি ভিত্তির জন্য গণভোট চায় জামায়াত May 18, 2025
img
বাংলাদেশ-জাপানের বিমান ফ্লাইট সাময়িকভাবে স্থগিত May 18, 2025
img
ফেসবুকে স্যাড রিয়্যাক্ট দেওয়ায় শোকজ, অবিশ্বাস্য: আশফাক নিপুণ May 18, 2025
img
ভারত-ইংল্যান্ড সিরিজের নতুন নাম: টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফি! May 18, 2025
"জনতার মেয়র ইশরাক কবে মেনে নেবে সরকার" May 18, 2025
img
বেবিচক চেয়ারম্যানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ May 18, 2025
img
বিদেশি ক্রিকেটাররা না আসলেও আইপিএলের মান কমবে না: অরুণ ধুমাল May 18, 2025
বাংলাদেশকে ছাড় দেবে না ভারত, বিজেপি নেতার হুঁশিয়ারি May 18, 2025
img
আমিরাতকে বাড়তি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব May 18, 2025
img
‘দুর্নীতি যতটা কমিয়ে আনা যায়, বৈষম্য ততটা কমবে’ May 18, 2025
img
টানা ৮ সিনেমা ২০০ কোটির ক্লাবে, বক্স অফিসে দুর্দান্ত বিজয় May 18, 2025