মে মাসের প্রথম সপ্তাহে সমাজমাধ্যমে তাঁর পোস্ট করা ভিডিয়ো চমকে দিয়েছিল নেটাগরিকদের। কান্নায় ভেঙে পড়ে তরুণ অভিনেতা এমন কিছু কথা বলেছিলেন, যাতে হতবাক হয়ে গিয়েছিলেন বাবিল খান ও তাঁর বাবা ইরফান খানের অনুরাগীরা। বেশ খানিকটা ঝড়ো হাওয়া যেন বয়ে গিয়েছিল বলিউডের উপর দিয়েও। আসরে নেমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বাবিলের মা সুতপা শিকদার।
কিন্তু ঝড় থামেনি। শনিবার রাতে সমাজমাধ্যমে ফের একটি পোস্ট করেন বাবিল। তাতেই স্পষ্ট করে দেন আসন্ন ছবি থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। বাবিল যখন মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট করছিলেন, সে সময় তিনি ব্যস্ত ছিলেন দক্ষিণী পরিচালক সাই রাজেশের ছবির কাজে। কিন্তু মানসিক উদ্বেগের কারণে মাঝপথেই সে কাজ ফেলে তাঁকে ফিরে যেতে হয় মুম্বই। সুতপা এবং বাবিলের সহযোগী দলের পক্ষ থেকে জানানো হয়, আপাতত খানিক বিশ্রামের প্রয়োজন অভিনেতার। এর পরই আসরে নামেন রাজেশ। দাবি করেন, বাবিল সহমর্মিতা কুড়োনোর চেষ্টা করছেন। তিনি আগে যথেষ্ট সাহায্য করেছেন বলেও দাবি করেন।
এর আগেও রাজেশের দু’টি কাজ করেছেন বাবিল। ভারত-আমেরিকা যৌথ ভাবে ‘যক্ষী’ নামের একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে ছিলেন ইরফান-পুত্র। ‘ফ্রাইডে নাইট প্ল্যান’ নামে একটি সিরিজ়েও কাজ করেন তিনি।
এ বার সেই সম্পর্ককে সম্মান জানিয়েই বাবিল লিখলেন, “খুবই বেদনার সঙ্গে জানাচ্ছি, অনুরাগ এবং পারস্পরিক সম্মান বজায় রেখে আমি এবং সাই রাজেশ স্যার এক যাদু নির্মাণের পথ হেঁটেছিলাম। দুর্ভাগ্যবশত কিছু অনিবার্য পরিস্থিতিতে সকলের পরিকল্পনা বাস্তবায়িত করা গেল না।” এর পর বাবিল নিজের পরিস্থিতির কথা উল্লেখ করতেও ভোলেননি, ঠিক যেমনটা বলেছিলেন সুতপা। অভিনেতা লিখেছেন, “আমার এই মুহূর্তে কিছুটা বিশ্রাম প্রয়োজন। তাই স্যাই রাজেশ এবং তাঁর দলকে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার শুভেচ্ছা জানাই। আমি জানি আমাদের মধ্যে অসীম ভালবাসা রয়েছে, এবং আমাদের শীঘ্রই দেখা হবে, আবার তৈরি হবে কোনও যাদু।”
সাই এর আগে বাবিলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দাবি করেছিলেন, তিনি অভিনেতাকে নানা ভাবে সাহায্য করেছেন। কিন্তু বাবিল তা সমাজমাধ্যমে জানাতে ভুলে গিয়েছেন। এর পাল্টা হিসাবে বাবিলও বলেছিলেন, “আপনার ছবির জন্য জীবনের দু’টি বছর ত্যাগ করেছি। চরিত্র জীবন্ত করতে কী না করেছি! নোংরা হয়ে থেকেছি। আমার দাড়িতে উকুন। পাত্তা দিইনি। প্রত্যেক মুহূর্ত চরিত্র হয়ে বেঁচেছি। নিজের ভালমন্দের দিকে খেয়াল করিনি।” তাঁর আরও দাবি, “শুধু আপনাকে খুশি করতে চোখের জল লুকিয়ে হেসেছি। আপনার জন্য হাতের শিরা পর্যন্ত কেটেছি! আর আপনি...। আপনি আমার হৃদয় ভেঙে দিলেন।”
এফপি/এসএন