ইঙ্গিত নয়, ধ্বংসের সিগন্যাল—ট্যাগলাইন নিয়ে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে আসন্ন ঈদের আলোচিত সিনেমা ‘তাণ্ডব’-এর ফোরকাস্ট। ১ মিনিট ৪১ সেকেন্ডের পূর্বাভাসের প্রথমাংশে এমন নাটকীয়ভাবেই সতর্ক বার্তা দিয়ে শুরু হওয়া টিজার মুক্তির পর নড়েচড়ে বসেছে সিনে ইন্ডাস্ট্রি, উন্মাদনায় মেতেছেন দর্শকরা।
রহস্য আর উত্তেজনায় ভরপুর টিজারে শাকিব খান হাজির হয়েছেন ঝোড়ো হাওয়া নিয়ে, যা দেখে রীতিমতো চমকে গেছেন দর্শক। তারা বলছেন, এমনভাবে শাকিব খানকে আগে তারা দেখেননি।
যেন তাণ্ডব সিজন শুরু হয়ে গেছে।
‘প্রিয়তমা’ ছবির পর ‘রাজকুমার’, ‘দরদ’-এর পর শাকিব যেন নিজেকে ভেঙে নতুনভাবে তৈরি করেছেন। এরপর ভিন্ন লুকে হাজির হয়েছেন ‘তুফান’ ও ‘বরবাদ’ নিয়ে। এবার যেন ‘তাণ্ডব’-এও ধরা দিলেন অন্য এক শাকিব খান হয়ে।
ফোরকাস্ট প্রসঙ্গে বলতে গিয়ে সিনেমাটির নির্মাতা রায়হান রাফী কালের কণ্ঠকে বলেন, ‘ফোরকাস্ট নিয়ে শহরে তাণ্ডব শুরু হয়ে গেছে দেখছি। দর্শকরা এটিকে দারুণভাবে পছন্দ করেছেন। এক ঝলকে যা দেখিয়েছি তা কিন্তু দেশেই শুট করা। আমি শুধু এটা দেখাতে চেয়েছি যে আমাদের দেশেও আন্তর্জাতিক মানের কিছু তৈরি করা সম্ভব।
ফোরকাস্টে যা দেখিয়েছি সেটা তো কিছুই না। দর্শকরা ধারণাও করতে পারবেন না যে তাদের জন্য আরো কী কী রয়েছে। আমরা যখন রাজশাহীতে শুটিং করছিলাম তার অনেকগুলো দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে লিকড হয়ে গিয়েছিল। দর্শকরা ভাবছিলেল আমরা কেন এই বিষয়ে সচেতন না। এ ছাড়া এটাও ভাবছিলেন যে, এটা হয়তো প্রেমের সিনেমা।
আমি শুধু এটুকুই বলব, তারা যা ভাবছেন সে রকম কিছুই হবে না। যেহেতু অনেক লুকই ফাঁস হয়ে গেছে, কিন্তু আমি চুপ। তার মানে এখানে তার চেয়েও বড় কোনো চমক থাকছে। তাণ্ডবে এমন কিছু দেখবে, যা আগে কখনো দেখেননি দর্শক। চমকে যাবেন সবাই।’
সিনেমাটির বেশির ভাগ অংশই বাংলাদেশে শুট হয়েছে। এরপর একটা অংশের শুটিং করতে পুরো টিম এখন শ্রীলঙ্কায় অবস্থান করছে। আর মাত্র এক দিনের শুটিং বাকি রয়েছে বলে জানান নির্মাতা।
তিনি বলেন, ‘সিনেমাটির পুরো শুটিংই দেশে হয়েছে। শুধু একটা অংশের দৃশ্যায়ন হচ্ছে শ্রীলঙ্কাতে। আর মাত্র এক দিন শুট করলে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শেষ। আগামীকাল শুটিংয়ের মধ্য দিয়ে তাণ্ডবের ক্যামেরা ক্লোজ হবে। এরপর ২০ মে পুরো টিম ঢাকায় ফিরবে।’
‘তাণ্ডব’-এ শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হচ্ছে সাবিলা নূরের। এ ছাড়া সিনেমাটিতে আরো অভিনয় করেছেন জয়া আহসান, এফ এস নাঈম, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ। সিনেমাটি কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
এসএন