ফিনল্যান্ডে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৫ আরোহী। শনিবার (১৭ মে) দেশটির ইউরা বিমানবন্দরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে উড়োযান দুটি।
পুলিশ জানিয়েছে, মাঝ আকাশে সংঘর্ষের পর হেলিকপ্টারগুলো ভূপাতিত হয়। সড়ক থেকে প্রায় ৭০০ মিটার দূরে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। এ সময় একটি হেলিকপ্টারে ছিলেন ২ জন, অপরটিতে ৩ জন।
কর্তৃপক্ষ জানায়, একটি উৎসবে অংশ নিতে যাচ্ছিলো উড়োযানগুলো। যেগুলোর মালিক ছিল এস্তোনিয়ার দুটি বেসরকারি প্রতিষ্ঠান।তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এ ঘটনায় গুরুত্বের সাথে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।
এমআর/টিএ