রাজবাড়ীতে ভ্যানচালক রুপল শেখ (২৭) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন শেষে আসামির বাড়িতে হামলা করেছেন মানববন্ধনকারীরা। হামলায় বাধা দিতে গিয়ে আহত হয়েছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন।
রোববার (১৮ মে) বিকেল ৪টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে বসন্তপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেলে রাজাপুর ব্রিজে রুপল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করে ইউনিয়নের সর্বস্তরের জনগণ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে আসামি শামসুদ্দিন বিশ্বাসের বাড়িতে হামলা করেন মানববন্ধনকারীরা। হামলায় বাধা দিলে ইট দিয়ে মাথায় আঘাত করে আহত করা হয় সদর থানার উপ- পরিদর্শক (এসআই) সাব্বির হোসেনকে। এরপর ভাঙচুর করা হয় আসামি শামসুদ্দিন বিশ্বাস ও মোক্তার বিশ্বাসের বাড়িঘর।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, আহত এসআই সাব্বির হোসেনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের ওপর হামলার অভিযোগে মানিক ও মোসলেম নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দোষীদের ধরতে অভিযান চলছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, এসআই সাব্বির হোসেন বসন্তপুর ইউনিয়নের বিট অফিসার। বিকেলে রুপল শেখ হত্যার বিচার দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধন শেষে স্থানীয় জনতা আসামির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করতে গেলে এসআই সাব্বির হোসেন বাধা দেয়। তখন উত্তেজিত জনতার মধ্যে থেকে কেউ ইট দিয়ে সাব্বিরের মাথায় আঘাত করেছে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ভিডিও ফুটেজ দেখে দুইজনকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
এর আগে গত শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় মোবাইলে প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণের অভিযোগ ও চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয় রাজাপুর গ্রামের ভ্যান চালক দিনমজুর রুপল শেখকে (২৭)। এ ঘটনায় ওইদিন রাতেই রুপলের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। শনিবার (১৭ মে) ভোরে মামলার চার আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ।
এসএম