ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাড়িঘর।
রোববার (১৮ মে) বিকেলে উপজেলার সারুটিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সারুটিয়া গ্রামের নজরুল ইসলাম জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম আলাল বিশ্বাসের অনুসারী, আর তার ভাই মাহবুব হোসেন শৈলকুপা উপজেলা বিএনপির সদস্য নওয়াব আলী লস্করের সমর্থক। রোববার সকালে জমি সংক্রান্ত বিষয় নিয়ে নজরুল ইসলাম ও মাহবুব হোসেনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে বিকেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১০ জন আহত হন। এ সময় ভাঙচুর করা হয় একাধিক বাড়িঘর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ঘটনার পরপরই আমরা সেখানে গিয়েছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এসএম