ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় মাছ বিক্রির পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ২৫ জন। এসময় দুই গ্রামে অন্তত ২০টি বাড়ি, দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রোববার (১৮ মে) দুপুর থেকে থেমে থেমে এ সংঘর্ষ চলে। বিকেলে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা।
হরিনাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান বশির উদ্দিন জানান, শৈলকূপার মির্জাপুর ইউনিয়নের মাইলমারি ও হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। মাছ বিক্রির পাওনা টাকা নিয়ে মাইলমারি গ্রামের কয়েকজনের সঙ্গে চরপাড়া গ্রামের কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। এ নিয়ে পরে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। রোববার দুপুর থেকে বকেল পর্যন্ত দুই গ্রামবাসীর মধ্যে থেমে থেমে সংঘর্ষ হয়। এসময় চরপাড়া গ্রামের বেশ কয়েকটি বসতবাড়িসহ ৭/৮টি দোকানে ভাঙচুর চালায় প্রতিপক্ষের লোকজন।
তিনি আরও জানান, সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হরিণাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ খান বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের টহল চলমান রয়েছে। এ ঘটনায় এখনও কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএম