শেরপুরের নকলা উপজেলার ধুকুরিয়া এলাকায় ‘পলিন কসমেটিক অ্যান্ড হারবাল প্রোডাক্ট’ নামে একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনবিহীন ভেজাল কসমেটিকস তৈরির অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন।
শনিবার (১৮ মে) বিকেল ৫টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
জানা গেছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বৈধ অনুমোদন ছাড়াই কসমেটিকস তৈরি ও বাজারজাত করে আসছিল। অভিযানে কারখানার ভেতর থেকে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান, সঠিক লেবেলবিহীন পণ্য এবং অনুমোদনহীন বিপুল পরিমাণ প্রসাধনী পণ্য জব্দ করা হয়। পরে কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন নকলা থানা পুলিশের একটি দল, এনএসআই সদস্য এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার বলেন, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে এমন ঝুঁকিপূর্ণ কসমেটিকস তৈরি করলে জনস্বাস্থ্যে মারাত্মক ক্ষতি হতে পারে। তাই প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা প্রশাসনের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন অভিযান চালিয়ে জনস্বাস্থ্য রক্ষার দাবি জানান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার বলেন, স্বাস্থ্যবিধি উপেক্ষা করে এমন ঝুঁকিপূর্ণ কসমেটিকস তৈরি করলে জনস্বাস্থ্যে মারাত্মক ক্ষতি হতে পারে। তাই প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
স্থানীয়রা প্রশাসনের এই পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এমন অভিযান চালিয়ে জনস্বাস্থ্য রক্ষার দাবি জানিয়েছেন।
আরআর/এসএন