৯ জুলাই থেকে ১৩ আগস্ট দেশে ছিলেন না নুসরাত ফারিয়া

চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গতকাল থাইল্যান্ডে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। তাকে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া একটি হত্যাচেষ্টা ঘটনায় ঢাকার সিএমএম আদালতে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মামলার নথিপত্র থেকে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা ৩-৪ শত জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক।

মামলার বিবরণীতে দেখানো হয়েছে হত্যাচেষ্টা মামলার সময়কাল গত বছরের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট।

এই সময়ে নুসরাত ফারিয়া ছিলেন যুক্তরাষ্ট্র ও কানাডায়। তিনি বিদেশ থেকেই ছাত্রদের আন্দোলনের পক্ষে কথা বলেছেন।

সেই সময়ে ফারিয়ার অবস্থান নিশ্চিত হতে যোগাযোগ করা হয় ক্যালগারির সেই অনুষ্ঠান আয়োজকদের সঙ্গে। তাঁদের ফেসবুক ঘেঁটে পাওয়া যায় বেশ কিছু ছবি।

টিকিটে দেখা যায়, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নুসরাত ফারিয়া ঢাকা থেকে উড়াল দেন ৯ জুলাই। ঐদিন দুবাই পৌঁছান তিনি। দুবাই থেকে ১০ জুলাই কানাডার টরেন্টোর উদ্দেশ্যে উড়াল কানাডায়।

আবার ফেরার সময় ১২ আগস্ট টরেন্টো থেকে উড়াল দেন, ১৩ আগস্ট দুবাই পৌঁছান। ট্রানজিট শেষে পরেরদিন অর্থাৎ ১৪ আগস্ট তিনি ঢাকায় আসেন।

এ সময়টায় তিনি কানাডার বিভিন্ন রাজ্যে কনসার্টে ব্যস্ত ছিলেন। ফাঁকে ফাঁকে দেশের খবরও রাখছিলেন। একই সঙ্গে ছাত্রদের আন্দোলনের প্রতিও সংহতি জানাচ্ছিলেন।

তাঁর ফেসবুক থেকে জানা যায়, তিনি কানাডা ও যুক্তরাষ্ট্রের কয়েকটি আয়োজনে অংশ নেন। যার হালনাগাদ তাঁর সামাজিক মাধ্যম হ্যান্ডেলেও পাওয়া যায়।

১৮ জুলাই রাত পৌনে ৯টার পর থেকে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগ বন্ধ হয়ে যায়। এর আগে ১৭ জুলাই মধ্যরাত থেকে সরকার ফোর-জি নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবাও বন্ধ হয়ে যায়। ব্রডব্যান্ড সংযোগ ২৩ জুলাই চালু হলেও মোবাইল ইন্টারনেট তখনও চালু হয়নি। সে সময়টাতে নিরবিচ্ছিন্নভাবে ফেসবুকে সক্রিয় ছিলেন ফারিয়া। ।

১৯ জুলাই ফেসবুকে লেখেন, ‘২ দিন হয়ে গেল, বাংলাদেশে ইন্টারনেট নেই। দেশটি বিশ্বের অন্যান্য অংশ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। আমরা কি সত্যিই আলোচনা করে এই সমস্যার সমাধান করতে পারি না? এটা এত কঠিন কেন? খুব অসহায় বোধ করছি।’

এরপর ২৩ জুলাই ফেসবুকে লেখেন, ‘৬ দিন হয়ে গেল আমার বাবা-মায়ের সাথে কথা বলিনি। আপনারা সবাই জানেন আমার বাবার অবস্থা তেমন ভালো না। কিন্তু আমি আমার সহকর্মী ছাত্র ভাই এবং বোনের জন্য অনুভব করি। সবার সুস্থতা ও দেশের শান্তি কামনা করছি।’

এদিকে নুসরাত ফারিয়াকে গ্রেফতারের ঘটনায় সরব হয়েছেন শিল্পীরা। তারা বিস্ময় প্রকাশ করেছেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
এমএমএস ভিডিও ফাঁস, জীবন তছনছ নায়িকা মধুমিতার May 19, 2025
img
রাজউকের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুরের শেয়ার-ব্যাংক হিসাব অবরুদ্ধ May 19, 2025
img
'নীরবতা নিন্দনীয়'—অপারেশন সিঁদুর নিয়ে জয়শংকরকে ফের খোঁচা রাহুলের May 19, 2025
img
শাড়ি বিক্রি করতে গিয়ে বিপাকে রচনা ব্যানার্জি May 19, 2025
img
ভারতের নিষেধাজ্ঞা, জরুরি সভা ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয় May 19, 2025
img
গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন চালানো হচ্ছে : আসিফ May 19, 2025
img
আলিয়ার সাথে যে কারণে ঘুম হয় না রণবীরের May 19, 2025
img
'সরকারি পৃষ্ঠপোষকতায় আগামী বছর থেকে হবে জব্বারের বলি খেলা' May 19, 2025
img
শেহবাজের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে পিটিআই May 19, 2025
img
আ.লীগের আমলের সব নির্বাচনই অবৈধ,জানিয়েছে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' May 19, 2025
img
অর্থ উপদেষ্টার অফিস কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান, ভাতা ও রেশনিং চালুর দাবি May 19, 2025
img
জব্দ করা সম্পত্তির মূল্য ১ লাখ ৩০ হাজার কোটি টাকা : প্রেসসচিব May 19, 2025
উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে আইনি নোটিশ May 19, 2025
img
ছাত্রদলের বিরুদ্ধে পলিটেকনিক শিক্ষার্থীকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ May 19, 2025
জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে ইসিকে লিগ্যাল নোটিশ May 19, 2025
img
ভারতের আম রপ্তানিতে ধাক্কা,১৫টি চালান বাতিল করল আমেরিকা May 19, 2025
ভোলা-বরিশাল সেতু নির্মাণে আট দফা দাবি! May 19, 2025
img
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে এমএলএ প্রক্রিয়ায় বাংলাদেশ : গভর্নর May 19, 2025
img
বিমানের চাকা খুলে পড়ার ঘটনায় ‘বিয়ারিংয়ের ত্রুটি’, তদন্তে দুটি কমিটি May 19, 2025
img
ফারিয়ার গ্রেফতার নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিক ডেভিড বার্গম্যান ও জুলকারনাইন সায়ের May 19, 2025