পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার আয়াজ সাদিকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। দলটির অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে জিও টিভি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২০২২ সালে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সেই ঘটনার পুনরাবৃত্তির প্রস্তুতি নিচ্ছে এবার ইমরান খানের দল।
বর্তমানে পাঞ্জাবের আদিয়ালা কারাগারে বন্দি থাকলেও ইমরান খান নিয়মিতভাবে দলের শীর্ষ নেতাকর্মী ও পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করছেন। সম্প্রতি এমন এক বৈঠকে প্রধানমন্ত্রী ও স্পিকারের বিরুদ্ধে অনাস্থার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা হয় বলে জানিয়েছে পিটিআই সূত্র।
এদিকে, মিল্লি আওয়ামী পার্টির নেতা মাহমুদ খান আচাকজাই স্পিকারের পদত্যাগ দাবি করেছেন, যা নিয়েও আলোচনায় গুরুত্ব দিয়েছেন ইমরান খান। একইসঙ্গে তিনি দলের নেতাদের নির্দেশ দিয়েছেন— সরকারের বিরোধিতায় পার্লামেন্টের ভেতরে ও বাইরে সক্রিয় থাকতে এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্য গড়ে তুলতে।
জিও নিউজের সঙ্গে আলাপে পিটিআইয়ের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্পিকার আসাদ কায়সার বলেন, “অনাস্থা প্রস্তাব আনার বিষয়টি আমরা বিবেচনা করছি। তবে ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে এখনই পদক্ষেপ নিলে জনমনে ভুল বার্তা যেতে পারে। তাই আপাতত আমরা অপেক্ষা করছি।”
সূত্র : জিও নিউজ
টিকে/এসএন