নানা কারণেই আলোচিত ও সংবাদের শিরোনাম হন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ক্যারিয়ারে সিনেমা, অভিনয় দিয়ে আলোচনার সৃষ্টি না করতে পারলেও ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্পে সংবাদের শিরোনাম হতে জুড়ি নেই তার।
পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন তিনি। এক পোস্টে মিষ্টি জান্নাত উল্লেখ করেছেন যে, তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।
পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘গতকাল থেকে বিভিন্ন নাম্বার থেকে আমাকে মেসেজ করে , কল দিয়ে চাঁদা চাওয়া হচ্ছে। মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। আর ব্লক করে দিলে অন্য নাম্বার থেকে মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে।’
কমেন্ট বক্সে নেটিজেনরা তীব্র নিন্দা জানানোর পাশাপাশি চিত্রনায়িকাকে জিডি করার উপদেশ দিয়েছেন। জাহেদ মিয়া নামে এক নেটিজেন লিখেছেন, ‘প্রশাসনের আশ্রয় নেন।’ আরেকজন বলেন, ‘থানায় জিডি করেন।’
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন চিকিৎসকও।
এমআর/টিএ