নুসরাত ফারিয়া গ্রেফতার কাণ্ডের মধ্যে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ‘চিত্রনায়িকা পরীমনির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে’। এতে আতঙ্কিত হয়ে পড়েন শোবিজ সংশ্লিষ্টরা।
এরপর সোমবার রাতে এক ফেসবুক লাইভে এসে পরীমনি জানান, তিনি সুস্থভাবে বেঁচে আছেন। যে খবরটি ছড়িয়েছে সেটা সম্পূর্ণ গুজব।
‘মৃত মানুষকে কখনো লাইভে আসতে দেখেছো?’ ক্যাপশন লিখে ফেসবুক লাইভে আসেন পরীমনি। সেখানে এই অভিনেত্রী বলেন, চার বছর আগে যা বলেছিলাম, সে কথাই বলছি। আমি স্বাভাবিক মৃত্যু পছন্দ করি। কোনোভাবেই আত্মহত্যার পথ বেছে নেব না।
আমি আমার বাচ্চাদের নিয়ে সুখী আছি। ঝুলন্ত মরদেহ পাওয়া গিয়েছে—এমন খবর রটিয়ে দিয়ে কোনো লাভ হবে না। আবারও বলছি, যদি দেখেন হঠাৎ আমার মৃত্যু হয়েছে, জানবেন—আমাকে খুন করা হয়েছে। আত্মহত্যা করিনি।
এরপর পরীমনি আরো বলেন, আমি বেঁচে আছি, বুঝেছেন? প্রমাণিত। আমি জীবনে সুইসাইড করব না, এমন ঘটনা ঘটবে না। মরতে তো সবারই হবে—তবে স্বাভাবিক মৃত্যু সেটাও এসময় উল্লেখ করেন তিনি।
এই মুহূর্তে পরীমনি একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন বলেও জানান।
এফপি/ টিএ