১০ সপ্তাহ পর গাজায় সামান্য খাদ্য প্রবেশের অনুমতি

১০ সপ্তাহ ধরে অবরোধের পর ইসরায়েল ঘোষণা করেছে, তারা গাজায় ক্ষুধার সংকট মেটাতে প্রাথমিকভাবে সামান্য পরিমানে খাদ্য প্রবেশের অনুমতি দেবে। ইসরায়েলি সেনাবাহিনী গাজাজুড়ে বিস্তৃত স্থল অভিযান শুরু করার কথা বলার কয়েক ঘন্টা পরেই এই ঘোষণা এসেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সুপারিশের ভিত্তিতে এবং হামাসের বিরুদ্ধে তাদের পুনর্নবীকরণ সামরিক অভিযানকে সমর্থন করার প্রয়োজনীয়তার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অবরোধ তুলে নেওয়ার জন্য ইসরায়েলের ওপর ক্রমবর্ধমান চাপ বাড়ছে, এই সময় কোনো খাদ্য, জ্বালানি বা ওষুধ প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

সাহায্য সংস্থাগুলো গাজার ২১ লাখ জনসংখ্যা জন্য দুর্ভিক্ষের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, খাদ্য সংকট যাতে তৈরি না হয়, তা নিশ্চিত করার জন্য গাজার জনসংখ্যার জন্য প্রাথমিকভাবে খাদ্য প্রবেশের অনুমতি দেওয়া হবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইসরায়েল মানবিক সহায়তা বিতরণের নিয়ন্ত্রণ নেবে। হামাসের ওপর ছেড়ে দেওয়া হবে না।

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী রবিবার গাজা উপত্যকায় তাদের সম্প্রসারিত অভিযানের অংশ হিসেবে ‘ব্যাপক স্থল অভিযান’ শুরুর ঘোষণা দিয়েছে। একই সময়ে ফিলিস্তিনি ভূখণ্ডটিতে উদ্ধারকর্মীরা ইসরায়েলি হামলায় বহু মানুষের মৃত্যুর খবর দিচ্ছেন।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় ‘লড়াই বন্ধে’ হামাসের সঙ্গে একটি চুক্তি করার সম্ভাবনার ইঙ্গিত দেওয়ার কয়েক ঘণ্টা পর এই ঘোষণা আসে। সেনাবাহিনী জানায়, গত এক দিনে তাদের বাহিনী ‘উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকাজুড়ে ব্যাপক স্থল অভিযান শুরু করেছে’, যেখানে তারা ‘ডজনখানেক সন্ত্রাসীকে নির্মূল করেছে, সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছে...এবং গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে (সেনা) মোতায়েন রয়েছে’।

উদ্ধারকারীরা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর, পাশাপাশি গাজার উত্তরের শহরগুলিতে, বেইত লাহিয়া এবং জাবালিয়া শরণার্থী শিবিরসহ সব স্থানে হামলা চালানো হয়েছে।

হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় গাজায় কমপক্ষে ৬৭ জন নিহত এবং ৩৬১ জন আহত হয়েছেন।

খান ইউনিসের একজন নারী বলেছেন, সেখানকার পরিস্থিতি খুবই কঠিন এবং বোমার শব্দে তারা জেগে ছিল। একই সঙ্গে ময়দা, গ্যাস এবং খাবারের তীব্র ঘাটতি সহ্য করা কঠিন হয়ে পড়েছে।রবিবার শুরু হওয়া অভিযানকে চূড়ান্ত সতর্কতা হিসেবে বর্ণনা করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

সূত্র : বিবিসি

Share this news on:

সর্বশেষ

img
গায়েবি মামলাবাজির নাটক বন্ধ করেন: আশফাক নিপুন May 19, 2025
img
মুক্তিযুদ্ধ, ধর্ম ও নারীর বিষয়ে এনসিপির অবস্থান জানালেন নাহিদ ইসলাম May 19, 2025
img
‘এবার নিজের মতো বাঁচতে চাই’, রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলো কি চিরঞ্জিত!!! May 19, 2025
img
দেশে বালু দস্যুতা চরম পর্যায়ে পৌঁছেছে: পরিবেশ উপদেষ্টা May 19, 2025
img
৯ জুলাই থেকে ১৩ আগস্ট দেশে ছিলেন না নুসরাত ফারিয়া May 19, 2025
img
যশোরে বোমা বিস্ফোরণের ঘটনায় আহত দুই ভাইবোনের একজনের মৃত্যু May 19, 2025
img
সৌদি আরব পৌঁছেছেন ৪৯ হাজার ৯০৪ হজযাত্রী May 19, 2025
img
এনবিআর দুই ভাগ করার প্রক্রিয়া সঠিক নয়, ঠিক করা গুরুত্বপূর্ণ : দেবপ্রিয় May 19, 2025
img
গুলিস্তান ব্লকেড করলো ইশরাকপন্থিরা, যান চলাচল বন্ধ May 19, 2025
img
নুসরাত ফারিয়া ছাড়া জেলে গেছেন ঢালিউডের আরও যে নায়িকারা May 19, 2025
img
নির্ধারিত হাটের উদ্দেশে যাওয়া গাড়ি মাঝপথে থামালে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা May 19, 2025
img
ভারতে ফের করোনা আতঙ্ক, লকডাউন কি আসন্ন? May 19, 2025
img
শেষমেশ মিলল উত্তর—ডিম আগে না মুরগি? বলছেন গবেষকরা May 19, 2025
img
‘তাণ্ডব’ এর টিজার দেখে প্রশংসা করলেন আফরান নিশো May 19, 2025
ক্যান্সারে আক্রান্ত বাইডেন, ছড়িয়ে গেছে হাড়ে! May 19, 2025
img
মা হওয়ার জন্য বাবা জরুরি নয় : জ্যোতিকা জ্যোতি May 19, 2025
img
আইপিএলে বিশ্বরেকর্ড গড়ল গিল-সুদর্শন জুটি May 19, 2025
img
ঈদে আসছে ‘তাণ্ডব’, ভিন্ন রূপে শাকিব খানের চমক May 19, 2025
img
অনলাইনে জুয়া খেলেন নুসরাত ফারিয়া: আদালতে পিপি May 19, 2025
img
সরকার গঠনে এগিয়ে পর্তুগালের ডানপন্থি জোট May 19, 2025