বাংলাদেশের ক্রমবর্ধমান বিমান পরিবহন খাতে, বিশেষ করে সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে বিমানবন্দর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে কানাডা।
বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং রবিবার (১৮ মে) রাজধানীর বেবিচক সদর দপ্তরে বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এই আগ্রহ প্রকাশ করেন।
বেবিচক চেয়ারম্যান ভূঁইয়া বলেন, তারা (কানাডা) বিমান পরিবহন খাতে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। আমি হাইকমিশনারকে একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার পরামর্শ দিয়েছি।
সম্ভাব্যতা প্রমাণিত হলে আমরা বাংলাদেশের বিমান পরিবহন খাতের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে প্রস্তুত।কক্সবাজারসহ গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে চলমান অবকাঠামো উন্নয়ন, বিদ্যমান কার্গো ভিলেজের পরিচালনা কার্যক্রম এবং বেবিচকের দীর্ঘমেয়াদি সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।
উভয়পক্ষ বিমান চলাচলে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেছে। ঢাকা এবং অটোয়া উভয়ই অবকাঠামো ও সংযোগের ক্ষেত্রে সম্পর্ক আরো গভীর করতে চায়।
বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কানাডিয়ান হাই কমিশনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।
এমআর/টিএ