বলিউড তারকা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে আরাধ্যা সবাইকে নিয়ে চলতে পছন্দ করে। পরিবার ও পরিজন একসঙ্গে থাকা তার কাছে খুব গুরুত্বপূর্ণ। খবর আন্দবাজার অনলাইনের।
প্রতিবেদনে বলা হয়েছে, আরাধ্যা মায়ের সঙ্গ ছাড়া এক মুহূর্ত চলে না। বিভিন্ন অনুষ্ঠানে কন্যাকে সঙ্গে নিয়ে যান এই অভিনেত্রী। ২০০২ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন ঐশ্বরিয়া। তাই প্রতি বছর তার সাজ নিয়ে অনুরাগীদের আগ্রহ থাকে। ২০১৭ সাল থেকে অভিনেত্রীর সঙ্গে যাওয়া শুরু করে আরাধ্যাও।
ঐশ্বরিয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, কান চলচ্চিত্র উৎসবে গিয়ে নাকি আরাধ্যা খুবই স্বচ্ছন্দ বোধ করে। বিদেশের মাটিতে এমন অচেনা পরিবেশে কোনো অসুবিধাই হয়নি তার কখনো। বিভিন্ন মানুষের সমাগম, নানা রকমের সাজ, ঔজ্জ্বল্য এবং গোটা পরিবেশই নাকি আরাধ্যা খুব পছন্দ করে।
কান চলচ্চিত্র উৎসবে তা হলে আরাধ্যার অভিজ্ঞতা কেমন? ঐশ্বরিয়াকে এ প্রশ্ন করতেই তিনি বলেছিলেন, এই প্রশ্নের উত্তরটা ওরই (আরাধ্যা) দেওয়া উচিত নয়? আমার মনে হয়, একটা সময়ে ও ঠিক এ প্রশ্নের উত্তর দিতে পারবে।
ঐশ্বরিয়া আরও জানান, তার কন্যা নাকি সবাইকে নিয়ে চলতে পছন্দ করে। পরিবার ও পরিজন একসঙ্গে থাকা তার কাছে খুব গুরুত্বপূর্ণ।
এমআর/টিএ