রোববার (১৮ মে) বিকেলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে তার কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘গত সপ্তাহে প্রস্রাবজনিত সমস্যা বৃদ্ধি পাওয়ার পর সাবেক প্রেসিডেন্ট বাইডেনের শরীরে একটি প্রস্টেট নডিউল পাওয়া যায়। এরপর শুক্রবার জানানো হয়, তিনি প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত। ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে, তার ক্যান্সারের গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫), এবং রোগটি ইতিমধ্যে অস্থিতে ছড়িয়ে পড়েছে।’
চিকিৎসকদের মতে, গ্লিসন স্কোর ৯ মানে হচ্ছে রোগটি আক্রমণাত্মক পর্যায়ে পৌঁছেছে। তবে স্বস্তির বিষয় হলো, ক্যান্সারটি হরমোন-সংবেদনশীল, যার ফলে উপযুক্ত চিকিৎসায় নিয়ন্ত্রণে আনা সম্ভব।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সাবেক প্রেসিডেন্ট এবং তার পরিবার বর্তমানে চিকিৎসকদের সঙ্গে মিলে সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি পর্যালোচনা করছেন।’
বিশেষজ্ঞরা জানিয়েছেন, হরমোন-সংবেদনশীল প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় হরমোন থেরাপি, কেমোথেরাপি ও বোন টার্গেটেড থেরাপির মতো পদ্ধতি কার্যকর হতে পারে।
সাবেক প্রেসিডেন্ট বাইডেনের এ স্বাস্থ্য সংকট ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হলেও, এখনই তার স্বাস্থ্যের ব্যাপারে চূড়ান্ত কোনও আশঙ্কার কথা বলেননি চিকিৎসকরা।
এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে, তখন প্রেসিডেন্ট থাকা অবস্থায়, বাইডেনের বুকে একটি ক্যান্সারযুক্ত ক্ষত শনাক্ত হয় এবং তা অস্ত্রোপচারের মাধ্যমে সরিয়ে ফেলা হয়। এছাড়াও, দায়িত্ব গ্রহণের আগে তার শরীর থেকে কয়েকটি নন-মেলানোমা ত্বক ক্যান্সার অপসারণ করা হয়েছিল মোহস সার্জারির মাধ্যমে।
এসএম