ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা শুরু হলে সানরাইজার্স হায়দরাবাদের ওপেনার ট্রাভিস হেড ভারত ছেড়ে অস্ট্রেলিয়ায় ফিরে যান। তবে আইপিএল পুনরায় শুরু হওয়ার পরও তিনি সময়মতো দলে যোগ দিতে পারেননি। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হওয়ায় তার ভারত ফেরার যাত্রা বিলম্বিত হয়েছে বলে জানিয়েছেন দলটির প্রধান কোচ ড্যানিয়েল ভেট্টোরি।
ভেট্টোরি জানান, ট্র্যাভিস আসলে গত কয়েকদিন কোভিডে আক্রান্ত ছিলেন। তাই তিনি সময়মতো ফ্লাইট ধরতে পারেননি। আমরা তাকে আগামীকাল (আজ) সকালেই পাবো। তারপর আমরা তার অবস্থা মূল্যায়ন করব।
আইপএলের এই মৌসুমে হেডের পারফরম্যান্স আশানুরূপ নয়। এখন পর্যন্ত ১১ ইনিংসে মাত্র ২৮১ রান করতে পেরেছেন তিনি। ইতোমধ্যে প্লে-অফের দৌড় থেকে বাদ পড়েছে সানরাইজার্স। ১৪ ম্যাচের গ্রুপ পর্বে আর মাত্র তিনটি ম্যাচ বাকি তাদের।
২০২৫ সালের আইপিএল ভারত ও পাকিস্তানের মধ্যকার সামরিক উত্তেজনার কারণে এক সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর ১৭ মে থেকে পুনরায় শুরু হয়।
আরআর/এসএন